২০ নম্বরে থাকা শাহরুখের ১০ বছর লাগল আমির, সালমান, হৃত্বিকদের পেছনে ফেলতে

বলা যায় শাহরুখ খানের ক্যারিয়ার থমকে ছিল গেল চার বছর। সেই শাহরুখই বলিউডের হারিয়ে যাওয়া সাম্রাজ্য ফিরিয়ে আনলেন। সেখানে একের পর এক নতুন রেকর্ড গড়লেন। শুধু তা–ই নয়, ২০ নম্বরে থাকা শাহরুখ হঠাৎ চমকে দিলেন আমির, সালমান, হৃত্বিকদের। বলিউড ইতিহাসে নতুন করে লেখা হলো শাহরুখের নাম।
১ / ১০
যশরাজ ফিল্মসের আমির খান অভিনীত ‘ধুম-৩’ সিনেমাটি শুধু হিন্দি ভাষায় আয় করা সিনেমার তালিকায় ১০ নম্বরে রয়েছে। ছবিটির আয় ২৮৪ কোটি রুপি। বিভিন্ন ভাষা ও বিদেশ মিলিয়ে এই আয় আরও অনেক বেশি। ছবি: সংগৃহীত
ছবি : সংগৃহীত
২ / ১০
সালমান খান অভিনীত ‘সুলতান’ এই তালিকায় শুধু হিন্দি ভাষায় আয় করা সিনেমার তালিকায় ৯ নম্বরে রয়েছে। সিনেমাটির আয় ৩০০ কোটি টাকা
ছবি : সংগৃহীত
৩ / ১০
দীপিকা ও রনবীর সিং অভিনীত ‘পদ্মাবতী’ ২০১৮ সালে মুক্তি পায়। হিন্দি ভাষায় সিনেমাটি আয় করেছিল ৩০২ কোটি টাকা।
ছবি : সংগৃহীত
৪ / ১০
হিন্দি ভাষায় আয় করা সিনেমার মধ্যে শীর্ষ ৭ নম্বরে রয়েছে হৃত্বিকের ছবি ‘ওয়ার’। ২০১৮ সালে মুক্তি পাওয়া এই সিনেমার আয় ৩১৭ কোটি রুটি। এরপর আর কোনো সিনেমা শীর্ষ ১০-এ জায়গা করে নিতে পারেনি।
ছবি : সংগৃহীত
৫ / ১০
শীর্ষ ১০–এ সালমানের তিন সিনেমা জায়গা করে নিয়েছে। ৬ নম্বরে রয়েছে ‘বাজরঙ্গি ভাইজান’। সিনেমাটির হিন্দি ভাষা থেকে আয় ৩২০ কোটি টাকা।
ছবি : সংগৃহীত
৬ / ১০
সালমানের ‘টাইগার জিন্দা হ্যায়’ আয় করে ৩৩৯ কোটি রুপি। সিনেমাটি ৫ নম্বরে রয়েছে।
ছবি : সংগৃহীত
৭ / ১০
২০১৪ সালে আলোচনায় ছিল আমিরের ‘পিকে’ সিনেমা। হিন্দি ভাষায় ৩৪০ কোটি টাকা আয় করে সিনেমাটি ৪ নম্বরে রয়েছে।
ছবি : সংগৃহীত
৮ / ১০
রনবীর কাপুর অভিনীত ‘সাঞ্জু’ এই তালিকায় ৩৪২ কোটি রুপি আয় করে ৩ নম্বরে রয়েছে। ২০১৮ সালে সিনেমাটি মুক্তি পায়।
ছবি : সংগৃহীত
৯ / ১০
২০১৬ সাল থেকে হিন্দি ভাষায় আয় করা সিনেমার তালিকায় শীর্ষে ছিল আমির খানের ‘দঙ্গল’। সিনেমাটির আয় ছিল ৩৮৭ কোটি রুপি। সিনেমাটি এখন হিন্দিতে আয়ে দুই নম্বরে রয়েছে
ছবি : সংগৃহীত
১০ / ১০
২০১৩ সালে শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমাটি ২২৭ কোটি রুপি আয় করে হিন্দি ভাষার সিনেমার মধ্যে আয়ে ২০ নম্বরে ছিল। শাহরুখের আর কোনো সিনেমা ছিল না এই তালিকায়। এর মধ্যেই গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়ে ভারতে সারা ফেলে ‘পাঠান’। এই সিনেমা এখন বর্তমানে হিন্দি ভাষার সিনেমার আয়ে শীর্ষে রয়েছে। সিনেমাটির আয় ৫০২ কোটি রুপি। তামিল, তেলেগুসহ ভারতের অন্যান্য ভাষা ও বিদেশি বক্স অফিস থেকে সিনেমাটির আয় ৯৮৪ কোটি রুপি।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন