ভোটের মাঠে নেমেও বিতর্কে কঙ্গনা

কঙ্গনা রনৌতকঙ্গনার ফেসবুক পেজ থেকে

যেখানেই বিতর্ক, সেখানেই যেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। বেশি দিন বিতর্ক ছাড়া থাকতে পারেন না তিনি। ভারতের হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসন থেকে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে নির্বাচন করছেন কঙ্গনা। সম্প্রতি প্রচারের কাজে কিন্নুর গিয়েছিলেন তিনি। আর সেখানেই নতুন বিতর্কে জড়ালেন অভিনেত্রী।

কিন্নুর প্রচার অনুষ্ঠানে হিমাচলের ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায় কঙ্গনাকে। আর সেসব পোশাকে ছবি তুলে অভিনেত্রী পোস্ট করেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লেখেন, ‘আমাদের পূর্বপুরুষেরা এই সভ্যতা অনেক যত্ন নিয়ে তৈরি করেছেন।

কঙ্গনা রনৌত
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ছেঁড়া জিনস, ক্রপ টপ, চলতি গান, পিৎজা, বার্গারকে তা নষ্ট করতে দেব না।’ এরপরেই কঙ্গনার পুরোনো বেশ কিছু ছবি ভাইরাল হয়। যেখানে তাঁকে শর্টস আর ছেঁড়া ক্রপ টপ পরা অবস্থায় দেখা গেছে।

কঙ্গনার সাহসী পোশাকের কথা নেটিজেনরা মনে করিয়ে দিতে ভোলেননি। একজন লেখেন, ‘আপনার পুরোনো একটি সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করলাম। এখানে আপনি বলেছেন কত কষ্ট করে মুম্বাইয়ে বাড়ি তৈরি করেছেন, কত সংগ্রাম করেছেন। এখন ভোটে জেতার জন্য সেসব ভুলে গেলে চলবে কেন?’ অন্য একজন লেখেন, ‘কে কী পোশাক পরবেন, কী খাবেন, এবার কি সেটাও আপনি বলে দেবেন?’

আরও পড়ুন

এমনিতেই ভোটের মাঠেও বিতর্ক ইস্যু জুড়েই রয়েছে কঙ্গনার সঙ্গে। এ নির্বাচনকে তিনি ‘ধর্মযুদ্ধ’ আখ্যা দিয়েছেন! প্রতিটি প্রচার অনুষ্ঠানে বিরোধী দল নিয়ে করছেন নেতিবাচক মন্তব্য।

নিজ দলের অনেক নেতার সমর্থন পাচ্ছেন না কঙ্গনা। তাঁকে প্রার্থী করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছিলেন স্থানীয় বিজেপি নেতারা।

কঙ্গনা রনৌত
কঙ্গনার ফেসবুক পেজ থেকে

সাবেক বিজেপি রাজ্য সভাপতি, তিনবারের এমপি এবং কুল্লুর রাজপরিবারের সদস্য মহেশ্বর সিং বিজেপি হাইকমান্ডকে দলের জন্য ‘কোনো অবদান’ না রাখা এক অভিনেত্রীকে প্রার্থী করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন।
প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকে কঙ্গনা বারবার কংগ্রেসকে আক্রমণ করেছেন।

হিমাচলে কংগ্রেসের এক নেতা তাঁকে ‘কুইন অব কন্ট্রোভার্সি’ বলে বিতর্কে জড়িয়েছিলেন। সেই খোঁচায় অবশ্য থেমে না থেকে পাল্টা কঙ্গনাও মন্তব্য করেছিলেন। তা নিয়েও জলঘোলা কম হয়নি। অভিনেত্রী পাল্টা বলেছিলেন, ‘এটা তোমার বাবা- দাদার সাম্রাজ্য নয় যে আমাকে হুমকি দিয়ে ভয় পাইয়ে ফেরত পাঠিয়ে দিতে পারবে।’