default-image

আলিয়া বলেন, ‘এটা ছিল হলিউডের বড় আয়োজনে আমার প্রথম ইংরেজি ছবির অভিজ্ঞতা। এটা ছিল আমার জন্য বেশ কঠিন, কারণ, প্রথমবার অ্যাকশন ছবির শুটিং করলাম। এ ছাড়া তখন আমি অন্তঃসত্ত্বা, অনেকগুলো বিষয় ছিল, যা মোকাবিলা করতে হয়েছে। কিন্তু তারা (ছবির টিম) সবকিছু সহজ করে দিয়েছে। এটা আমার জন্য খুবই বিশেষ কিছু, যা কখনো ভুলব না। সত্যি বলতে, খুব অসাধরণভাবে তারা আমার দেখভাল করেছে।’

default-image

হলিউড ছবির সেটে নিরাপত্তা প্রটোকল নিয়েও মুগ্ধ অভিনেত্রী, ‘সেটে পুরো একটা টিম ছিল আমাকে দেখভালের জন্য। বিশেষ করে লন্ডনে শুটিং হওয়ায় আমি বাড়ির জন্য কাতর হয়ে পড়েছিলাম। কিন্তু সবাই খুব সাহায্য করেছে।’ দীর্ঘ সাক্ষাৎকারে আলিয়া কথা বলেন ‘ওয়ান্ডার ওম্যান’ গাল গ্যাদত প্রসঙ্গেও। তিনি বলেন, ‘গালের সঙ্গে সময়টা অসাধারণ কেটেছে। এ ছাড়া জেমি ডরমাম ও পরিচালক টম হারপারের কথাও বলতে হয়। সব মিলিয়ে দারুণ একটা টিম ছিল। দুনিয়াকে ছবিটি দেখাতে তর সইছে না।’

default-image

‘ডারলিংস’ ছাড়াও সামনে আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’ মুক্তি পাবে। ৯ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় থাকা ছবিটিতে প্রথমবার স্বামী রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করেছেন তিনি। অন্তঃসত্ত্বা হওয়ায় পুরোপুরি বিশ্রামে রয়েছেন আলিয়া। জানিয়েছেন, আপাতত কোনো নতুন ছবিতে চুক্তিবদ্ধ হবেন না।

বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন