বিয়ের জন্য যেমন পাত্র পছন্দ জাহ্নবীর

তারকা মা-বাবা চেয়েছিলেন মেয়ে হোক চিকিৎসক। সেই মেয়ে হাঁটলেন মায়ের পেছনে। হয়ে গেলেন অভিনেত্রী। বলছি শ্রীদেবী ও বনি কাপুর দম্পতির মেয়ে জাহৃবী কাপুরের কথা। আজ তাঁর জন্মদিন। ২৮ বছরে পড়লেন তিনি। বিশেষ এই দিনে জেনে নিতে পারেন জানা-অজানা কথা।
১ / ৫
জাহৃবীর মা শ্রীদেবী অনিল কাপুরের সঙ্গে ‘জুদাই’ সিনেমায় অভিনয় করেছিলেন। সেই সিনেমায় একটি চরিত্রের নাম ছিল জাহৃবী। সেই নামটিই পছন্দ হয়ে যায় বনি কাপুর ও শ্রী দেবীর। পরে তাঁরা মেয়ের নাম নেন সিনেমা থেকে।
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৫
জাহৃবীর মা চেয়েছিলেন চিকিৎসক হবেন। কিন্তু জাহৃবী হাঁটেন অভিনয়ের দিকে। এই নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসে সাক্ষাৎকারে জাহৃবী বলেছিলেন, ‘মা, আমি দুঃখিত। চিকিৎসক হওয়ার মতো আমার সেই মেধা ছিল না।’
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৫
একবার প্রযোজক বাবা বনি কাপুরের কাছে মিথ্যা বলে ঘুরতে যান। জাহৃবী শুটিংয়ের কথা বলে চলে যান লাস ভেগাসে। গোপন এই ভ্রমণ ছিল তাঁর জন্য রোমাঞ্চকর। তখন তিনি লস অ্যাঞ্জেলেসে ছিলেন।
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৫
বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ? এমন প্রশ্নে ‘ভোগ’ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকার জাহৃবী বলেন, ‘তাকে অবশ্যই হতে হবে মেধাবী। সে যা-ই করুক, সেটাতে উৎসাহী হতে হবে। তাকে এমন মানুষ হতে হবে, যার কাছ থেকে আমি শিখতে পারব। তার মধ্যে হাস্য রসবোধ থাকতে হবে। আর অবশ্যই আমার প্রতি তার প্রবল ভালোবাসা থাকতে হবে।’
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৫
সম্পর্ক নিয়ে প্রায়ই নানা কথা ছড়ায়। তবে আপাতত গোপনে বিয়ে নয়, বলেই দিয়েছেন জাহৃবী। এটাও বলেছেন, তাঁর ইচ্ছা বিয়েতে অন্ধ প্রদেশের ঐতিহ্যবাহী সাজে সাজা।
ছবি: ইনস্টাগ্রাম
আরও পড়ুন