নতুন ‘হাউসফুল’–এ দেখা যাবে কোন তারকাদের
২০১০ সালে মুক্তি পায় প্রথম কিস্তি। এরপর গত এক যুগে মুক্তি পেয়েছে ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজির আরও তিন কিস্তি। ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজির ছবি মানেই কমেডি আর বড় তারকাদের উপস্থিতি। তবে এ সিরিজের সিনেমাগুলো ব্যবসাসফল হলেও সমালোচকদের কাছে কখনোই পাত্তা পায়নি। তারপরও বারবার ‘হাউসফুল’ হওয়ার একটাই কারণ, ছবিটির ব্যাপক জনপ্রিয়তা পাওয়া।
এবার আসছে ‘হাউসফুল’-এর পঞ্চম কিস্তি। ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা জানিয়েছে, ‘হাউসফুল ৫’-এ আবারও বড় তারকাদের সমাবেশ ঘটাতে যাচ্ছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলেও বিভিন্ন সূত্র জানিয়েছে, ছবিতে দেখা যাবে অক্ষয় কুমার, জন আব্রাহাম, অভিষেক বচ্চনকে। এ ছাড়া নায়িকা হিসেবে দেখা যাবে বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীকে। তবে তাঁরা কারা, সেটা জানা যায়নি। সিনেমাটির সঙ্গে যুক্ত একটি সূত্র পিংকভিলাকে জানিয়েছে, সাজিদ নতুন ছবিতে এ পর্যন্ত ‘হাউসফুল’-এ অভিনয় করা সব তারকাকে একসঙ্গে করতে চান। এরই মধ্যে ছবির গল্প চূড়ান্ত হয়েছে। এখন চলছে চিত্রনাট্য ঘষামাজার কাজ।
‘হাউসফুল ৫’ ছবির শুটিং আগামী বছর শুরু হবে জানিয়ে সূত্রটি আরও জানায়, এটি প্রযোজকের স্বপ্নের ছবি। বড় বাজেটের ছবি দিয়ে অন্য রকম একটা উদাহরণ তৈরি করতে চান তিনি।
২০১০ সালে মুক্তি পায় ‘হাউসফুল’। ছবিটিতে ছিলেন অক্ষয় কুমার, অর্জুন রামপাল, রিতেশ দেশমুখ, দীপিকা পাড়ুকোন, লারা দত্ত, জিয়া খান। এরপর ২০১২, ২০১৬ ও ২০১৯ সালে ছবিটির আরও তিন কিস্তি মুক্তি পায়। সর্বশেষ ‘হাউসফুল ৪’-এ ছিলেন অক্ষয় কুমার, ববি দেওল, কৃতি শ্যানন, কৃতি খরবান্দা প্রমুখ।