ধর্ষণের দৃশ্য করতে চাননি কাজল

‘দুশমন’ ছবিতে কাজল। আইএমডিবি

ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন কাজল। তবে একটি সিনেমায় অভিনয় হয়ে উঠেছিল তাঁর জন্য অস্বস্তির কারণ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছিলেন তনুজা চন্দ্র। সম্প্রতি মুক্তি পেয়েছে কাজল অভিনীত সিনেমা ‘মা’। ছবির প্রচারে প্রায় তিন দশক আগে অভিনয় করা ‘দুশমন’ সিনেমা প্রসঙ্গে কথা বলেন তিনি।

কাজল এই ছবিতে দুই বোনের চরিত্রে মানে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। এক বোন ধর্ষণের শিকার হয়ে মারা যায়, অন্য বোন তার বোনের প্রতিশোধ নেয়। কাজল জানালেন, তিনি এই ছবি করতে চাননি, কিন্তু তখন পূজা ভাট তাঁকে রাজি করান।

লাল্লানটপের সঙ্গে আলাপ আলোচনার সময় কাজল জানান, ‘খুব কঠিন চরিত্র ছিল এটি। আমি সিনেমাটি করতে রাজি হইনি। পূজা ভাট ছবিটির জন্য আমার কাছে এসেছিলেন, কারণ তিনি এটি প্রযোজনা করছিলেন। তিনি চেয়েছিলেন আমি ছবিটি করি। চিত্রনাট্যটা ভালো লেগেছিল। আইডিয়াটা দারুণ ছিল, কিন্তু আমি পর্দায় ধর্ষণের দৃশ্য করতে চাইনি, কারণ একজন অভিনেতা হিসেবে আপনাকে প্রতিটি দৃশ্য একই আবেগ নিয়ে করা উচিত। সেই জন্যই আমি এই চরিত্রে অভিনয় করতে চাইনি।’

‘দুশমন’ ছবিতে কাজল। আইএমডিবি

কাজল আরও বলেন, ‘ছবির পরিচালক তনুজাও প্রযোজক পূজার সঙ্গে আমাকে বুঝিয়েছিলেন। তাঁরা বলেছিলেন এটা নিয়ে চিন্তা কোরো না। আমরাও তো মেয়ে, আমরা বুঝি সবটা, এ বিষয়টা আমরা দেখব। সে জন্যই একটি বডি ডাবল ব্যবহার করা হবে এই ছবিতে, সেভাবেই আমরা এটি করব, তোমাকে এমন কিছু করতে হবে না, যাতে তুমি অস্বস্তিতে পড়।’

আরও পড়ুন

কাজল জানান, বডি ডাবল ব্যবহার করা হবে জেনেই পরে তিনি সিনেমাটিতে অভিনয় করতে রাজি হয়েছিলেন।