কীভাবে সাহস হয় আমাকে স্পর্শ করার, যৌন হয়রানি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

অম্রুতা সুভাষ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

‘সেক্রেড গেম’ ও ‘গল্লি বয়’ দিয়ে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী অম্রুতা সুভাষ। সম্প্রতি বিনোদনবিষয়ক অনলাইন গণমাধ্যম জুম টিভিতে দেওয়া সাক্ষাৎকারে যৌন হয়রানির ঘটনা নিয়ে কথা বলেছেন তিনি। অম্রুতার অভিযোগ প্রথম সারির এক প্রযোজকের বিরুদ্ধে।

সাক্ষাৎকারে বিনোদন দুনিয়ার বড় এক ব্যক্তিত্বের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন অম্রুতা। তবে তাঁর নাম প্রকাশ করেননি অভিনেত্রী। কেবল এটুকুই বলেছেন, এক নামকরা প্রযোজকের কাছে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি।

সিনেমার দৃশ্যে অম্রুতা সুভাষ। আইএমডিবি

সেই অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী বলেন, ‘একদিন আমি সিঁড়ি দিয়ে উঠছি। সঙ্গে সঙ্গে এক অদ্ভুত অনুভূতি হলো। আমার মনে হলো, কোমরে কেউ স্পর্শ করছে। পেছন ফিরে দেখি এক বড় মাপের প্রযোজক।’

সঙ্গে সঙ্গে সেই প্রযোজককে অম্রুতা প্রশ্ন করেছিলেন, ‘এইমাত্র আপনি কী করলেন? এটা কী ধরনের ব্যবহার?’ তারপর নাকি সেই প্রযোজক এমন ভান করেছিলেন, যেন কিছুই ঘটেনি। তবে থেমে থাকেননি অম্রুতা। ফের প্রশ্ন করেন, ‘এটা আপনি কী করেন?’ অম্রুতার গলার আওয়াজ শুনে সবাই চমকে যান। ঘাবড়ে গিয়ে সেই প্রযোজক বলেছিলেন, তিনি নাকি অভিনেত্রীর পোশাক ঠিক করে দিয়েছেন। এই উত্তর শুনে আরও রেগে যান অম্রুতা। তিনি বলেন, ‘সেটা আপনাকে দেখতে হবে না। সাহস কীভাবে হয় আমাকে স্পর্শ করার?’

আরও একটি ঘটনার কথা তুলে ধরেন অম্রুতা। এ ঘটনায়ও আরেক প্রযোজকের কথা উল্লেখ করেছেন অম্রুতা। তিনি নাকি প্রতিদিন রাত হলেই অম্রুতার সঙ্গে মদ্যপান করতে চাইতেন।

আরও পড়ুন

প্রথম দিকে এড়িয়ে গেলেও পরে জবাব দিয়েছিলেন তিনি। অম্রুতা একদিন সবার সামনে বলেছিলেন, ‘স্যার, আপনি আমার বাবার বয়সী। এভাবে কেন আমার সঙ্গে কথা বলছেন? কী সমস্যা আপনার?’ সেই প্রযোজকের চোখে চোখ রেখে কথাগুলো বলেছিলেন অভিনেত্রী। অম্রুতার এই সাক্ষাৎকারে প্রকাশ্যে আসার পর অনেকে অনুসারীই তাঁর সাহসের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার বলেছেন অভিযুক্ত প্রযোজকদের নাম প্রকাশ করতে।