শক্তিশালী চরিত্রের খোঁজে তিনি

ঋদ্ধি ডোগরা
ইনস্টাগ্রাম

ক্যারিয়ারের শুরুতে অনেক কটু কথাই শুনতে হয়েছে তাঁকে। নিজেকে প্রমাণ করতে তাই শক্তিশালী চরিত্রের সন্ধানে ছিলেন ঋদ্ধি ডোগরা। এই মুহূর্তে নুসরাত সাঈদের মতো শক্তিশালী চরিত্রের হাত ধরে সাফল্যের জোয়ারে ভাসছেন অভিনেত্রী।
সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে ‘অসুর টু’ ওয়েব সিরিজ। জনপ্রিয়তার দিক থেকে প্রথম সিজনকেও ছাড়িয়ে গেছে দ্বিতীয় সিজন। পাশাপাশি সিরিজের চরিত্রগুলোও দারুণ বাহবা কুড়াচ্ছে। অসুর–এর দ্বিতীয় সিজনে আবার স্বমহিমায় ঋদ্ধি। তবে এবার তাঁর অভিনীত চরিত্র নুসরাত সাঈদের দাপট আরও বেশি। এমন এক শক্তিশালী, স্বাধীনচেতা নারীর চরিত্রে অভিনয় করে দারুণ খুশি ঋদ্ধি। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, জেনেবুঝেই এমন এক সাহসী চরিত্র বেছে নিয়েছেন তিনি।

ভারতের অনলাইন গণমাধ্যম পিপিংমুনকে দেওয়া সাক্ষাৎকারে ঋদ্ধি বলেছেন, ‘এ রকমই এক চরিত্রের খোঁজে ছিলাম।

ঋদ্ধি ডোগরা
ইনস্টাগ্রাম

টেলিভিশনের পর্দায় আমি দারুণ দারুণ সব শো করেছি। কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে বলা হতো আমার মুখ কোনো অসহায় নারী চরিত্রের উপযোগী নয়। আমাকে দেখে কোনোভাবেই মনে হয় না যে আমি এক দুঃখী মেয়ে। তাদের বক্তব্য, আমার মুখ মোটেও নরমসরম নয়। আর তাই আমি কোনোভাবেই ছোট পর্দার নায়িকার চরিত্রের জন্য উপযুক্ত নই। এসব কথা শুনে মোটেও কাঁদতে বসিনি। বরং এগিয়ে গিয়েছি। সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি শুধু শক্তিশালী চরিত্রে অভিনয় করব।’

এই অভিনেত্রী আরও বলেছেন, ‘“দ্য ম্যারেড ওম্যান” ওয়েব সিরিজ করার পর মনে বিশ্বাস জন্মায়, আমার মুখে কোমলতা আছে। কারণ, এই সিরিজে আস্থার চরিত্রে সবাই আমাকে গ্রহণ করেছিল। আমি এমন চরিত্রে অভিনয় করতে পছন্দ করি, যার মধ্যে একাধিক স্তর থাকবে। শুধু পর্দায় সুন্দর দেখতে লাগবে, এমন চরিত্রে অভিনয় করতে কখনোই রাজি নই।’

ঋদ্ধি স্বীকার করেছেন, ‘অসুর টু’ ঘিরে দর্শকের প্রত্যাশা ছিল অনেক বেশি। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, এই সিরিজের অভিনেতাদের চেয়ে লেখক ও পরিচালক দলের ওপর চাপ ছিল বেশি।

আরও পড়ুন

আমাদের, অর্থাৎ অভিনয়শিল্পীদের সঙ্গে ছিল দর্শকের অফুরান ভালোবাসা। এই ভালোবাসাই আমাদের প্রেরণা জুগিয়েছে। আমরা চেয়েছিলাম নিজেদের ৫০০ শতাংশ উজাড় করে দিতে।’

‘অসুর’ সিরিজে ঋদ্ধি
আইএমডিবি

ঋদ্ধিকে আগামী দিনে শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিতে দেখা যাবে। এ ছাড়া সালমান খানের ‘টাইগার থ্রি’ ছবিতেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বলে জানা গেছে।