ক্যারিয়ারে বাঁকবদলের আশায় শ্রেয়া

শ্রেয়া চৌধুরী। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

অভিনেত্রী শ্রেয়া চৌধুরী একসঙ্গে দুটি বড় প্রকল্পে আসতে চলেছেন। অভিনেত্রীর খুশি যেন আর ধরে না। সম্প্রতি আগামী নতুন প্রকল্পকে ঘিরে কিছু কথা বলেছেন শ্রেয়া।
অ্যামাজন প্রাইম ভিডিওর আলোচিত সিরিজ ‘বন্দিশ ব্যান্ডিটস’ দিয়ে অভিনয়ের খাতা খুলেছিলেন শ্রেয়া চৌধুরী। অভিষেকেই বাজিমাত করেছিলেন তিনি। শ্রেয়া আশাবাদী, তাঁর নতুন দুটি প্রকল্প দিয়েও একই রকমভাবে দর্শকের ভালোবাসা পাবেন।

আরও পড়ুন

আগামী দিনে তাঁকে দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওর ছবি ‘দ্য মেহতা বয়েজ’-এ। এই ছবির মাধ্যমে অভিনেতা বোমান ইরানি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। এ ছাড়া শ্রেয়ার ঝুলিতে আছে ‘বন্দিশ ব্যান্ডিটস’ সিরিজের দ্বিতীয় মৌসুম।

শ্রেয়া চৌধুরী। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সম্প্রতি এক বিবৃতিতে এই দুই প্রকল্পকে ঘিরে শ্রেয়া নিজের রোমাঞ্চের কথা জানিয়েছেন।

আরও পড়ুন

তিনি বলেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে এটা আমার জীবনের সেরা বছর হতে চলেছে। আমাকে দর্শক দুটি দুর্দান্ত চরিত্রে দেখতে পাবেন। শিল্পী হিসেবে আমি যে বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে থাকি, এটা দর্শকেরা বুঝতে পারবেন।’

‘দ্য মেহতা বয়েজ’ ছবির মাধ্যমে বোমান ইরানির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে দারুণ আপ্লুত শ্রেয়া।

শ্রেয়া চৌধুরী। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

বোমান ইরানি প্রসঙ্গে তিনি বলেছেন, ‘বোমান ইরানি স্যারের মতো সৃজনশীল মানসিকতার মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমি তাঁর পরিচালনায় কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি। অভিনেত্রী হিসেবে নিজেকে ঋদ্ধ করতে পেরেছি। বোমান স্যারের মতে, আমি তাঁর প্রত্যাশা পূরণ করতে পেরেছি। এটা আমার জন্য অনেক বড় পাওনা। আর সুন্দর এক অনুভূতি।’

এদিকে ‘বন্দিশ ব্যান্ডিটস’-এর নতুন কিস্তি প্রসঙ্গে শ্রেয়া বলেছেন, ‘আমি আরও রোমাঞ্চিত চলতি বছরই সিরিজটির নতুন মৌসুম আসবে।

শ্রেয়া চৌধুরী। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

“বন্দিশ ব্যান্ডিটস”-এর দ্বিতীয় সিজিন মুক্তি পাবে। এর প্রথম সিজনে অভিনয় করে অনেক ভালোবাসা পেয়েছিলাম। এই সিরিজের দ্বিতীয় সিজনকে ঘিরে মানুষের প্রত্যাশা আরও বড়। তাই এই কিস্তিতে নিজেকে সম্পূর্ণভাবে নিংড়ে দিয়েছি।’

সিরিজটি নিয়ে এই অভিনেত্রী আরও বলেছেন, ‘পরিচালক আনন্দ তিওয়ারি ও প্রযোজক অমৃতপাল সিং বৃন্দাকে ধন্যবাদ জানাতে চাই; তাঁরা আমার ওপর আস্থা রেখেছিলেন। আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছেন। আশা করি, এই দুই প্রকল্পের পর আমার ক্যারিয়ার এক নতুন গতি পাবে। আরও রোমাঞ্চকর কাজের প্রস্তাব আসবে।’