এক ঘণ্টার জন্য ৫ লাখ নেবেন অনুরাগ

অনুরাগ কশ্যপ। এএফপি

ছবি বানানোর জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন অনুরাগ কশ্যপ। সিনেমার জন্য প্রযোজক পেতে হন্যে হয়ে ঘুরেছেন, সেন্সর পেতে লড়াই করেছেন; তবে একটা সময় ঠিকই হিন্দি সিনেমায় নিজের জায়গা করে নিয়েছেন তিনি। হয়ে উঠেছেন এই শতকের হিন্দি সিনেমার অন্যতম সেরা নির্মাতা। কেবল পরিচালক হিসেবেই নন, নবীন পরিচালক, লেখকদেরও বড় আশ্রয়ের নাম অনুরাগ।

আরও পড়ুন

তবে নন্দিত এই পরিচালক এবার জানালেন, নতুন পরিচালকদের তিনি আর বিনা মূল্যে কোনো পরামর্শ দেবেন না। এর জন্য অর্থ খরচ করতে হবে। কত অর্থ নেবেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে সেটাও ঠিক করে দিয়েছেন অনুরাগ।

পোস্টে অনুরাগ লিখেছেন, ‘নতুনদের কাজের সুযোগ দিতে গিয়ে আমি অনেকটা সময় নষ্ট করেছি। বেশির ভাগ মধ্য মেধারা হারিয়ে গেছে।

অনুরাগ কশ্যপ। এএনআই

সেই কারণে থেকে আমি সময় নষ্ট করতে চাই না। এমন কারও সঙ্গে দেখা করতে চাই না, যাঁরা মনে করেন তাঁরা ক্রিয়েটিভ, তাঁরা জিনিয়াস। তাই এখন থেকে আমার সঙ্গে দেখা করতে অর্থ খরচ করতে হবে।’

তাঁর পরামর্শ নিতে কত অর্থ লাগবে, সেটাও ঠিক করেছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ নির্মাতা। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘যদি কেউ আমার সঙ্গে ১০ থেকে ১৫ মিনিটের জন্য দেখা করতে চান, এ জন্য ১ লাখ রুপি লাগবে। আধঘণ্টার জন্য ২ লাখ রুপি। এক ঘণ্টার জন্য ৫ লাখ রুপি। এবার যদি আপনার মনে হয়, এ টাকা দিতে পারবেন, তাহলে যোগাযোগ করুন; নয়তো এসব থেকে দূরে থাকুন। সব টাকা অগ্রিম দিতে হবে।’
পরিচালকের এই পোস্টের পর অনেকেই মন্তব্যের ঘরে তাঁকে সমর্থন করেছেন। অনেকে আবার তাঁর কড়া সমালোচনাও করেছেন।