সালমানের বাড়িতে গুলির ঘটনায় ইউটিউবার গ্রেপ্তার
বলিউড তারকা সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় ভারতের রাজস্থান থেকে এক ইউটিউবারকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। গত ১৪ এপ্রিল ভোরে সালমান খানের বান্দ্রার বাড়ির বাইরে পাঁচটি গুলি চলেছিল।
এ ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে শুরু করে পুলিশ। এ ঘটনায় নতুন করে একজনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সূত্রের খবর, সালমান খানের বাড়িতে গুলি করার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম বনওয়ারিলাল লতুরলাল গুজর। তিনি রাজস্থানের বুন্দির বাসিন্দা।
মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গুজর তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলেন। ওই ভিডিওতে তিনি বলেছিলেন, কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রারসহ গ্যাংয়ের অন্য সদস্যরা তাঁর সঙ্গে আছে।
ভিডিওতে গুজর আরও বলেন, তাঁরা সালমান খানকে হত্যা করতে চাচ্ছিলে। কারণ, তিনি এখনো ক্ষমা চাননি। ওই ভিডিও রাজস্থানের একটি হাইওয়েতে বানানো হয় এবং গুজরের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। মামলার গুরুত্ব বিবেচনা করে তদন্তের জন্য রাজস্থানে একটি দল পাঠানো হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।
এ ঘটনায় মুম্বাইয়ের সাইবার থানাতেও মামলা করা হয়েছে।