দীপিকার পুরোনো প্রেমিক, কে এই মুজাম্মেল

দীপিকা পাড়ুকোন ও মুজাম্মেল ইব্রাহিম। কোলাজ

‘আমরা তখন ছোট ছিলাম। খুব সাধারণ জীবন কাটাতাম। বর্ষার দিনে রিকশায় করে ডেটে যেতাম। কারণ, বড় কোনো জায়গায় যাওয়ার সামর্থ্য ছিল না। কিন্তু মনে আনন্দের কমতি ছিল না।’ বক্তার নাম মুজাম্মেল ইব্রাহিম। ভারতের এই কম পরিচিত মডেল-অভিনেতাকে আপনি না–ও চিনতে পারেন। তবে যদি জানেন, তিনি একসময় দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেম করতেন, তাহলে চমকে যেতে পারেন। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের ইউটিউব চ্যানেলে নিজের পুরোনো প্রেম নিয়ে কথা বলেন তিনি।
দীপিকা পাড়ুকোন ২০০০ সালের শুরুতে মুম্বাইতে আসেন। সেখানে তিনি মডেলিং দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু করেন। সেই সময়েই মুজাম্মেল ইব্রাহিমও কিছু মিউজিক ভিডিওতে কাজ করে মডেল হিসেবে পরিচিতি পাচ্ছিলেন। মুম্বাইতে একটি ফ্যাশন শোতে তাঁদের পরিচয় হয়। সেখান থেকে তাঁরা দুজনে ভালো বন্ধু হয়ে ওঠেন।

মুজাম্মেল জানান, তাঁদের সম্পর্ক তখন শুরু হয়, যখন দুজনেই নিজের ক্যারিয়ার গড়ে তোলার চেষ্টা করছেন। দুজনেই নিজেদের ক্যারিয়ার গড়ার জন্য পরিশ্রম করে যাচ্ছিলেন। কিন্তু সেই সময়টা ছিল ভালোবাসা আর আন্তরিকতায় মোড়ানো।
মুজাম্মেল তাঁদের স্মরণীয় ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘তখন আমার ওর (দীপিকা) চেয়ে একটু বেশি টাকা ছিল। আমি তখন একটু ভালো উপার্জন করা শুরু করেছি। পরে আমি একটা গাড়ি কিনি। তখন দীপিকা খুব খুশি হয়েছিল। তার পর থেকে আর কখনো রিকশায় চড়িনি।’

মুজাম্মেল ইব্রাহিম। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

এই সাক্ষাৎকারে দীপিকার জন্মদিনের একটি ঘটনা উল্লেখ করেন মুজাম্মেল। তিনি বলেন, একবার দীপিকার জন্মদিনে তাঁরা দুজনে ডিজে পার্টিতে যান। তখন তিনি ডিজেকে শুধু দীপিকার প্রিয় গান বাজাতে বলেন। মুজাম্মেল বলেন, ‘ডিজে এক থেকে দেড় ঘণ্টা ধরে শুধু একটা গানই বাজায় সেদিন। কারণ, ওই গান দীপিকার প্রিয় ছিল। টাকা না থাকলেও ডিজে ওর প্রিয় গানটা বাজাতে থাকে। কারণ, আমি ডিজের বন্ধু ছিলাম।’

দুজনের মধ্যে কে প্রথম প্রেমের প্রস্তাব দেন—এমন প্রশ্নের উত্তরে মুজাম্মেল জানান, দীপিকাই প্রথমে তাঁকে প্রপোজ করেছিলেন। তবে সম্পর্ক শেষটা এসেছে মুজাম্মেলের সিদ্ধান্তে। কেন এই সিদ্ধান্ত? জানতে চাইলে তিনি বলেন, তাঁদের মধ্যে কোনো তিক্ততা ছিল না এবং এ নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই। সম্পর্কটিকে তিনি নিজের ‘প্রথম সিরিয়াস সম্পর্ক’ বলেই মনে করেন।
দীপিকা এখন বলিউডের শীর্ষ তারকাদের একজন। মুজাম্মেল তাঁর ভক্ত। তিনি বলেন, ‘আমি ওর বড় ভক্ত। ও এখন সুপারস্টার, সবাই ওকে চেনে। আমাকে কেউ চেনে না। কিন্তু আমি গর্ব করি। কারণ, আমরা একসঙ্গে কাজ শুরু করেছিলাম; দুজনে একসঙ্গে কঠিন সময় পার করেছি।’

২০০৩ সালে ‘গ্ল্যাডর‍্যাগস ম্যানহান্ট ইন্ডিয়া’ জিতে মুজাম্মেল অভিনয় ক্যারিয়ার শুরু করেন। ২০০৭ সালে ‘ধোঁকা’ ছবিতে অভিনয় করেন। এরপর ‘হর্ন ওকে প্লিজ’, ‘উইল ইউ মেরি মি?’-র মতো কিছু ছবিতে দেখা গেলেও সেগুলো বিশেষ সাফল্য পায়নি। সর্বশেষ তাঁকে দেখা গেছে ২০২০ সালের ওয়েব সিরিজ ‘স্পেশাল অপস’-এ।
অন্যদিকে দীপিকা পাড়ুকোন বলিউডের অন্যতম প্রতিষ্ঠিত ও প্রশংসিত অভিনেত্রী। দেশের গণ্ডি পেরিয়ে তিনি হলিউডেও কাজ করেছেন। তা ছাড়া তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্যান্ডের শুভেচ্ছাদূত।

দীপিকা পাড়ুকোন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

এখনো তাঁদের মধ্যে যোগাযোগ আছে কি না, তা জানতে চাইলে মুজাম্মেল বলেন, ‘সম্পর্ক শেষের পরেও তাঁরা একে অন্যের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। মাঝেমধ্যে তাঁরা একে অপরের সাফল্যের জন্য অভিনন্দন জানাতেন। তিনি বলেন, ‘আমরা একে অপরের মধ্যে সব সময় ভালো ব্যাপারটাই দেখতাম।’

আরও পড়ুন

তবে ২০১৮ সালে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ে পর থেকে তাঁদের আর কথা হয়নি বলেও জানান মুজাম্মেল। যদিও তারা এখন একে অপরের জীবন থেকে অনেক দূরে, তবু মুজাম্মেল বলেন, তাঁর মনে দীপিকার জন্য শুধুই শুভকামনা আছে।