বিতর্কে আমির খানের নতুন ছবি, নেপথ্যে তুরস্ক প্রসঙ্গ
‘লাল সিং চাড্ডা’ ছবির বক্স অফিস ব্যর্থতা আমির খানের জন্য ছিল ভীষণভাবে হতাশাজনক। সেই আঘাত থেকে ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিয়ে আবারও নতুন ছবিতে ফিরছেন বলিউড তারকা। তাঁর প্রযোজিত ও অভিনীত ছবি ‘সিতারে জমিন পার’ মুক্তি পাবে আগামী ২০ জুন। ছবিটির ট্রেলার সম্প্রতি প্রকাশিত হয়েছে, আর সেটি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক ও সমালোচনার ঝড়। সোশ্যাল মিডিয়ায় উঠেছে ছবিটি বর্জনের আহ্বান।
‘অপারেশন সিঁদুর’ পোস্ট থেকেই বিতর্কের সূচনা
আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠান সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’–এর প্রশংসা করে একটি পোস্ট দেয়। সেখানে লেখা হয়, ‘“অপারেশন সিঁদুর”–এর নায়কদের সালাম। আমাদের দেশের সুরক্ষায় সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বকে কুর্নিশ। জয় হিন্দ।’ এই পোস্ট ঘিরেই বিতর্ক দানা বাঁধে। নেটিজেনদের একাংশের মতে, এটি আসলে আসন্ন ছবির প্রচারণার একটি চালাকি। অনেকে প্রশ্ন তুলেছেন, পেহেলগামে সন্ত্রাসী হামলার সময় আমির খান নীরব ছিলেন, সেখানে হঠাৎ এমন দেশাত্মবোধক পোস্টের উদ্দেশ্য কী?
পুরোনো বিতর্কে আগুন
বিতর্ক থেমে নেই এখানেই। নতুন করে ভাইরাল হয়েছে তুরস্কে ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে আমির খানের সাক্ষাতের একটি ভিডিও ক্লিপ। ওই সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক ছিল টানাপোড়েনে, বিশেষ করে কাশ্মীর ইস্যুতে তুরস্কের পাকিস্তানপ্রীতি নিয়ে।
সেই পরিপ্রেক্ষিতে আমিরের এই সাক্ষাৎ ঘিরে তখনো বিতর্ক হয়েছিল, এখন আবার সেটি ঘনীভূত হয়েছে। একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘তুরস্কে গিয়ে প্রেসিডেন্টের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন, আর নিজের দেশ যখন রক্তাক্ত, তখন কোনো পোস্টই দেন না। আমির খানকে বর্জন করাই উচিত।’
‘লাল সিং চাড্ডা’র দাগ এখনো তাজা
আমির খান সব সময়ই সিনেমাকে অত্যন্ত আবেগ ও নিষ্ঠার সঙ্গে দেখেন। আগে একাধিকবার জানিয়েছেন, কোনো সিনেমা প্রত্যাশা পূরণ না করলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাল সিং চাড্ডা’ আশানুরূপ সাড়া পায়নি, যা আমিরকে বেশ কিছুদিন সিনেমা থেকে দূরে রেখেছিল।
সেই মানসিক চাপ ও বিরতির পর ‘সিতারে জমিন পার’ দিয়ে তিনি কামব্যাক করতে চাচ্ছেন। কিন্তু মুক্তির আগেই এত বিতর্ক ও নেতিবাচক প্রচারণা ছবির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
মুক্তি পাবে ২০ জুন
‘সিতারে জমিন পার’ পরিচালনা করেছেন আর এস প্রসন্না। ছবিটিতে আমির খানের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ। ছবিটি মূলত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ঘিরে এক মানবিক গল্প বলবে, যার একটি সামাজিক বার্তাও রয়েছে। ছবিটি মুক্তি পাবে ২০ জুন।
এখন দেখার বিষয়, বিতর্ক পেরিয়ে দর্শক ছবিটির কনটেন্ট ও বার্তা গ্রহণ করেন কি না। আমিরের প্রতি দর্শকদের আবেগ এবং বিদ্যমান রাজনৈতিক আবহ—এই দুইয়ের টানাপোড়েনে ‘সিতারে জমিন পার’–এর যাত্রা কতটা মসৃণ হয়, সেটাই দেখার অপেক্ষা।