পোশাকের পর এবার দীপিকার ‘বেশরম রং’–এর বিরুদ্ধে সুর নকলের অভিযোগ

‘পাঠান’ ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে
ছবি : সংগৃহীত

চার বছর পর ঢাকঢোল পিটিয়েই বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা। ছবি ফ্লপ হওয়ার পর দীর্ঘ বিরতি থেকে ফিরতে প্রচার–প্রচারণার কোনো কমতি রাখছেন না তিনি। কিন্তু বিতর্ক যে তাঁর পিছু ছাড়ছেই না। ছবির প্রথম গান ‘বেশরম রং’ প্রকাশ করার পর থেকেই ওঠে অশ্লীলতার অভিযোগ। সামাজিক যোগাযোগমাধ্যমে একদল গানটি বয়কটের ডাকও দেয়। এবার উঠেছে আরও বড় অভিযোগ। নেটিজেনদের অনেকেই বলছে ‘বেশরম রং’ গানের সুরটি নকল করা।

গানের পোস্টার শেয়ার করে শাহরুখ খান লেখেন, ‘সময় এসে গেছে “বেশরম রং”-এর’

গত সোমবার ইউটিউবে ‘বেশরম রং’ মুক্তির পর গানটির ভিউ প্রায় সাড়ে তিন কোটি ছাড়িয়েছে। এরই মধ্যে এই গানের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে আরেকটি গানের ভিডিও। নেটিজেনরা দাবি করছে, এই ফরাসি গান ‘মাকেবা’র সুর নকল করেছে সুরকার বিশাল ও শেখর। ‘মাকেবা’ গানের সুর করেছিলেন ফরাসি গায়িকা জেইন।

‘বেশরম রং’-এর শুটিং হয়েছিল স্পেনে
ছবি : সংগৃহীত

শুধু সুর নয়, গানের দৃশ্য নিয়েও বলছেন অনেকে। তাঁরা বলছেন, ‘রেস ২’–এর কিছু দৃশ্যের মিল রয়েছে এই গানে। এ ছাড়া এই গানের সঙ্গে হৃতিক-টাইগারের ‘ওয়ার’ সিনেমার ‘ঘুঙরু’ গানটির সঙ্গে মিল আছে। এ যেন সব জায়গা থেকে জোড়াতালি দিয়ে নির্মিত গান। ‘পাঠান’ ছবির প্রচারের শুরু থেকেই দেখানো হচ্ছিল অ্যাকশন ঘরানার হতে যাচ্ছে ছবিটি। গানটির মধ্য দিয়ে দর্শকের সামনে তুলে ধরা হয়েছিল শাহরুখ-দীপিকার রসায়ন।

‘বেশরম রং’-এর গানের একটি দৃশ্য

কিন্তু দর্শক যে এই রসায়ন পছন্দ করেননি, তা জানান দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গানে দীপিকার পোশাক নিয়ে চলছে সমালোচনা। কিন্তু নেটিজেনরা মজেছে শাহরুখ খানের লুকে। আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘পাঠান’।

আরও পড়ুন
আরও পড়ুন