শুরুতেই বাজিমাত, অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড

‘সাইয়ারা’ সিনেমার দৃশ্যে আহান পান্ডে এবং অনীত পড্ডাছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক

চলতি বছর বলিউডের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং নিতে যাচ্ছে মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’। যাকে বলিউড ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা মনে করছেন ভারতের চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকেরা। নতুন মুখ আহান পান্ডে এবং অনীত পড্ডা অভিনীত এ সিনেমা ভারতের বক্স অফিসে অগ্রিম টিকিট বিক্রির সব প্রত্যাশা ইতিমধ্যে ছাড়িয়েছে।

সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার। এর আগেই আদিত্য চোপড়া প্রযোজিত রোমান্টিক ছবিটি ভারতের জাতীয় পর্যায়ের শীর্ষ তিন চেইন ইতিমধ্যে ১ লাখ ২০ হাজারের বেশি টিকিট বিক্রি করে ফেলেছে, দ্রুতই তা ২ লাখের দিকে এগোচ্ছে।
কোনো উৎসব ও ‘ফ্র্যাঞ্চাইজ’ ট্যাগ ছাড়াই এ অগ্রিম টিকিট বিক্রি অনেক বড় ঘটনা। যদিও ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ছবিটির পরোক্ষ সংযোগ ঘিরে বাড়তি আগ্রহ তৈরি করেছে এবং সেটি বিক্রিতেও প্রভাব ফেলেছে বলে মনে করছেন সিনেমা হল–সংশ্লিষ্টরা।
ছবিটি ২০২৫ সালের দ্বিতীয় সর্বোচ্চ অগ্রিম টিকিট বিক্রির দিকে এগিয়ে যাচ্ছে এবং এর মধ্যেই পেছনে ফেলেছে ‘সিকান্দার’, ‘হাউসফুল ৫’, ‘রেইড ২’ ও ‘সিতারে জমিন পর’ সিনেমাকে। এই ছবি ২০২৫ সালের সর্বোচ্চ ২ লাখ ২৩ হাজার অগ্রিম বুকিংধারী ‘ছাবা’-কেও চ্যালেঞ্জ জানাতে পারে।

আরও পড়ুন

যশরাজ ফিল্ম প্রযোজিত ‘সাইয়ারা’ প্রথম দিনে ১৫ কোটি থেকে ২০ কোটি রুপির ওপেনিং করতে পারে বলে অনুমান বাণিজ্য বিশ্লেষকদের, এবং যদি স্ক্রিন ও শো সংখ্যা অনুকূলে থাকে, তাহলে এর চেয়ে বেশি আয়ের সম্ভাবনা আছে। আন্তর্জাতিক বাজারেও অগ্রিম বুকিং ভালো, এবং এটি প্রথম সপ্তাহান্তে ১০ লাখ মার্কিন ডলারের বেশি আয় করতে পারে—যেটি নন-স্টার ছবির জন্য বড় সাফল্য।
ছবির গান ও ট্রেলার ইতিমধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছে। অন্যদিকে পরিচালক মোহিত সুরির ব্র্যান্ড ভ্যালুও এই সফল অগ্রিম টিকিট বিক্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন অনেকেই। কারণ অতীতে তাঁর পরিচালিত অনেক নন-স্টার ছবিও ভালো ব্যবসা করেছে।


তথ্যসূত্র: পিঙ্কভিলা