বক্স অফিসে দুই দক্ষিণি তারকার লড়াইয়ে কে এগিয়ে

বিজয় ও অজিত
ছবি : সংগৃহীত

অজিত কুমার ও বিজয় দুজনই তামিল সিনেমার বড় তারকা। দুজনই দারুণ ফর্মে আছেন বলা যায়। গত বছর অজিতের সিনেমা ‘ভালিমানি’ ও বিজয়ের ‘বিস্ট’ বক্স অফিসে ঝড় তুলেছিল। তাদের নতুন সিনেমা নিয়ে তাই ভক্তদের প্রত্যাশা আরও বেড়ে যায়। কিন্তু অজিত ও বিজয়ের নতুন সিনেমা ‘থিনিবু’ ও ‘বারিসু’ একই দিন মুক্তি পাওয়ায় তৈরি হয় সংশয়—বড় বাজেটের সিনেমা দুটি ব্যবসা করতে পারবে তো! তবে সব শঙ্কা উড়িয়ে দুই সিনেমাই ভালো ব্যবসা করছে।

‘বারিসু’ সিনেমার গানের দৃশ্যে রাশমিকা ও বিজয়
ছবি : সংগৃহীত

বিজয়ের নতুন সিনেমা মুক্তির আগে থেকেই ভক্তদের প্রত্যাশার পারদ তুঙ্গে থাকে। নতুন সিনেমা ‘বারিসু’তে বিজয়ের সঙ্গে এ সময়ের আলোচিত অভিনেত্রী রাশমিকা মন্দানা আছেন জেনে ভক্তদের যেন তর সইছিল না। ছবিটির বাজেট ২৮০ কোটি রুপি। কিন্তু তাঁদের হতাশ করে ছবিটির ট্রেলার। বামসি পইডিপালি পরিচালিত অ্যাকশন ড্রামা ঘরানার সিনেমাটির ট্রেলার ‘খুবই গড়পড়তা’ মানের বলে রায় দেন সমালোচকেরা।

‘থিনিবু’তে অজিত
ছবি : সংগৃহীত

অন্যদিকে অজিতের সিনেমা ‘থিনিবু’ অ্যাকশন হেইস্ট ঘরানার সিনেমা। এইচ বিনোথ পরিচালিত সিনেমায় অজিত ছাড়া আছেন মানজু ওরিয়রও। প্রায় ২০০ কোটি রুপি বাজেটের সিনেমাটির ভারত ছাড়া থাইল্যান্ডেও শুটিং হয়েছে।

১১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমা দুটি। প্রথম দিন থেকেই ভালো ফল করছে ‘বারিসু’ ও ‘থিনিবু’। এখন পর্যন্ত প্রথম দুই দিনের বক্স অফিস রিপোর্ট চলে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, দুই দিনে সারা দুনিয়া থেকে প্রায় ৮০ কোটি রুপি আয় নিয়ে এগিয়ে আছে বিজয়ের সিনেমা। অন্যদিকে অজিতের সিনেমার আয় ৬৬ কোটি রুপি।

‘বারিসু’ সিনেমায় বিজয় রাশমিকা
ছবি : সংগৃহীত

দুই সিনেমার দারুণ ব্যবসায় পরিবেশকেরা ‘বারিসু’ ও ‘থিনিবু’র জন্য শো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ধারণা করা হচ্ছে, তৃতীয় দিনেই দুই সিনেমা ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে।

আরও পড়ুন
আরও পড়ুন