এবার আর প্রেমিকার ছবি তুলতে নিষেধ করলেন না আমির

চলতি বছর আমির খান নিজের ৬০তম জন্মদিনে বর্তমান প্রেমিকা গৌরীর সঙ্গে পরিচয় করিয়ে দেন সাংবাদিকদের। তবে অভিনেতা সেদিন অনুরোধ করেন গৌরীর ছবি প্রকাশ করতে। গত বৃহস্পতিবার মুম্বাইয়ে ছিল আমিরের নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’-এর প্রিমিয়ার। এদিন বলিউডের অনেক তারকার সঙ্গে এসেছিলেন গৌরীও। তবে এবার আর তাঁর ছবি তুলতে বারণ করেননি অভিনেতা। বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে—

১ / ১০
প্রিমিয়ারে এসেছিলেন এ সময়ের আলোচিত অভিনেত্রী তামান্না ভাটিয়া। এএফপি
২ / ১০
এসেছিলেন অভিনেত্রী রেখা, আমির খানের সঙ্গে ছবির জন্য পোজ দেন তিনি। এএফপি
৩ / ১০
‘সিতারে জমিন পার’ সিনেমা আমির খানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা। এএফপি
৪ / ১০
একসঙ্গে আমির খান, জেনেলিয়া ও তাঁর স্বামী রিতেশ দেশমুখ। এএফপি
৫ / ১০
প্রিমিয়ারে ফুল হাতে এসেছিলেন জ্যাকি শ্রফ। এএফপি
৬ / ১০
এসেছিলেন অভিনেতা ভিকি কৌশলও। ছবির পোজ দেন আমির খানের সঙ্গে। এএফপি
৭ / ১০
নিরাপত্তার কারণে সালমান খান কোনো অনুষ্ঠানে যান না, তবে বন্ধু আমিরের ছবির প্রিমিয়ারে গিয়েছিলেন। অনুষ্ঠানে খুনসুটিতে মেতে ওঠেন তাঁরা। এএফপি
৮ / ১০
অবশেষে আসে সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত। বর্তমান প্রেমিকা গৌরীর সঙ্গে ছবির জন্য পোজ দেন আমির, সঙ্গে সন্তান আজাদ। এএফপি
৯ / ১০
প্রিমিয়ারে পাওয়া গেল জাভেদ আখতার ও শাবানা আজমি দম্পতিকে। এএফপি
আরও পড়ুন
১০ / ১০
আমির অভিনীত অনেক হিট সিনেমার পরিচালক রাজকুমার হিরানি, প্রযোজক বিধু বিনোদ চোপড়া। প্রিমিয়ারে স্ত্রী মানজিতকে নিয়ে এসেছিলেন হিরানি, বিধু বিনোদের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সমালোচক অনুপমা চোপড়া। এএফপি