প্রদর্শনী বন্ধে কলকাতায় মামলা, আরও বিপদে আমির খান

ভারতে ‘লাল সিং চাড্ডা’কে ঘিরে বিরোধিতা তুঙ্গে হলেও হলিউড এই ছবির পাশে দাঁড়িয়েছে

মুক্তির আগে থেকেই ‘লাল সিং চাড্ডা’ নিয়ে নানা বিতর্কে বিপর্যস্ত আমির খান। তাঁর অভিনীত ছবিটি বয়কটের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন একদল প্রতিবাদকারী। ১১ আগস্ট ছবিটি মুক্তির পর সেই প্রতিবাদ রূপ নেয় বিক্ষোভে। ‘লাল সিং চাড্ডা’ প্রদর্শনী বাতিলের দাবিতে বিক্ষোভ হয় ভারতের বেনারস ও পাঞ্জাবে। দর্শকও মুখ ফিরিয়ে নেন ছবিটি থেকে। এবার আরও বিপদে আমির খান। পশ্চিমবঙ্গে ছবিটির প্রদর্শন বন্ধে সোমবার কলকাতা হাইকোর্টে মামলা করা হয়।
নাজিয়া ইলাহি খান নামের এক আইনজীবী জনস্বার্থে এই মামলা করেন। তাঁর দাবি, এই ছবিতে বেশ কিছু উস্কানিমূলক বিষয় রয়েছে, যা প্রভাব ফেলতে পারে সমাজে। আর এমন কয়েকটি দৃশ্য ও সংলাপ রয়েছে, যার কারণে বিতর্কের সৃষ্টি হতে পারে এবং বিঘ্নিত হতে পারে শান্তিশৃঙ্খলা। তাই অবিলম্বে আমিরের এই ছবির প্রদর্শন বন্ধ করা উচিত। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হওয়ার কথা।

‘লাল সিং চাড্ডা’য় কারিনা ও আমির খান
ছবি: সংগৃহীত

অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’ ছবিটি অস্কারজয়ী মার্কিন ছবি ‘ফরেস্ট গাম্প’-এর অফিশিয়াল হিন্দি রিমেক। ভারতীয় এক সংবাদমাধ্যম আমির বলেছিলেন ‘ফরেস্ট গাম্প’ তাঁর ব্যক্তিগত পছন্দের একটি সিনেমা। ১৪ বছর আগেই নাকি ছবিটির চিত্রনাট্য লেখা হয়েছিল। আমির ছাড়া ছবিতে অভিনয় করেছেন কারিনা কাপুরও। এই ছবি দিয়েই তেলেগু তারকা নাগা চৈতন্যের বলিউডে অভিষেক হয়েছে।
১১ আগস্ট মুক্তি পায় ‘লাল সিং চাড্ডা’।

‘লাল সিং চাড্ডা’র একটি দৃশ্য
ছবি: সংগৃহীত

মুক্তির আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বয়কটের সম্মুখীন হয় ছবিটি। হ্যাশট্যাগ বয়কট ছবির ব্যবসাকেও প্রভাবিত করেছে। প্রথম দিন এই ছবি ব্যবসা করেছে মাত্র ১২ কোটি, যা গত ১৩ বছরে আমির খানের যেকোনো ছবির সবচেয়ে খারাপ শুরু। এর প্রভাব পড়েছে ওটিটিতে ছবিটি বিক্রির ক্ষেত্রেও।

আরও পড়ুন

ছবিটি হলে মুক্তির পর নেটফ্লিক্স নাকি জানিয়ে দিয়েছে, ‘লাল সিং চাড্ডা’ নিয়ে তাদের আর কোনো আগ্রহ নেই। কেবল নেটফ্লিক্সই নয়, বড় কোনো ওটিটি প্ল্যাটফর্মও ছবিটি নিয়ে আগ্রহ দেখাচ্ছে না।

‘লাল সিং চাড্ডা’ ছবির ফার্স্টলুকে আমির খান। ছবি: ইনস্টাগ্রাম

শুধু ‘লাল সিং চাড্ডা’ই নয়, বয়কটের ডাক দেওয়ার হয়েছিল অক্ষয়ের সিনেমা ‘রক্ষা বন্ধন’-এরও। দুটি ছবিই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। এরপরই শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘পাঠান’ ও সালমান খানের ‘টাইগার থ্রি’ বয়কটের ডাক দিয়েছে নেটপাড়া।

আরও পড়ুন
আরও পড়ুন