সাইফ আলীর ওপর হামলা: আরও পাঁচ দিন পুলিশের হেফাজতে শরিফুল

২৯ জানুয়ারি পর্যন্ত পুলিশের হেফাজতে থাকবেন শরিফুলকোলাজ

বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শরিফুল ইসলামকে আরও পাঁচ দিন হেফাজতে পেয়েছে পুলিশ। আজ মুম্বাইয়ের একটি আদালত এই আদেশ দেন।

২৯ জানুয়ারি পর্যন্ত পুলিশের হেফাজতে থাকবেন শরিফুল। এর আগে পাঁচ দিন পুলিশের হেফাজতে ছিলেন তিনি। আজ হেফাজতের শেষ দিনে মেয়াদ আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে। গত সপ্তাহে বান্দ্রার বাসায় হামলার শিকার হন সাইফ আলী খান
পুলিশের ভাষ্য, অভিযুক্ত প্রথম আটতলা পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠেছিলেন। এরপর ডাক্ট এরিয়া দিয়ে পাইপ বেয়ে উঠে ১৩ তলা পৌঁছে যান। এরপর বাথরুমের কাচ ভেঙে তৈমুর-জেহর বেডরুমে পৌঁছান সেই ব্যক্তি। অজ্ঞাতনামা ব্যক্তিকে দেখে ভয়ে চিৎকার করে ওঠেন সাইফ-কারিনার বাসার পরিচারিকা।

আরও পড়ুন
গভীর রাতে হামলা করা হয়েছিল বলিউড তারকা সাইফ আলী খানের ওপর
কোলাজ

এরপরই সাইফের ওপর হামলার ঘটনাটি ঘটেছিল। জানা গেছে, ওই ঘটনা ঘটার পর সকাল সাতটা পর্যন্ত তিনি আশপাশেই ছিলেন। একদিকে আক্রমণকারীকে ধরার জন্য পুলিশ চিরুনি তল্লাশি চালাচ্ছিল। আর এদিকে হামলাকারী বান্দ্রার পটপবর্ধন এলাকার একটি বাসস্টপে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন। এরপর দাদার, ওয়ার্লি, আন্ধেরি হয়ে থানেতে গিয়েছিলেন অভিযুক্ত শরিফুল। এরপর থানে থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।

আরও পড়ুন

মোবাইল অ্যাপ ব্যবহার করে পরোটা, ডিম আর পানির বোতল কিনেছিলেন অভিযুক্ত। রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেছেন, অভিযুক্তের সঙ্গে ঘটনাস্থল থেকে সংগৃহীত আঙলের ছাপ মিলেছে। তিনি ভারতের জাতীয় পরিচয়পত্রও বানিয়েছেন। এখন চেষ্টা চলছে অভিযুক্তের খোয়া যাওয়া স্যান্ডেল উদ্ধারের। তা ছাড়া যে চক্রের মাধ্যমে ভারতের জাতীয় পরিচয়পত্র (আধার কার্ড, প্যান কার্ড) বানিয়েছেন অভিযুক্ত, তা বের করার জন্য পুলিশের আরেকটি টিম কাজ করছে।

আরও পড়ুন

যদিও মুহাম্মদ শরিফুলের আইনজীবী সন্দীপ শেখানে বলেছেন, অভিযুক্ত যে বাংলাদেশি, তার কোনো প্রমাণ নেই। পুলিশের দাবি যে অভিযুক্ত ছয় মাস আগে মুম্বাইয়ে এসেছেন। এদিকে অভিযুক্ত ব্যক্তির আইনজীবীর দাবি, শরিফুল সাত বছর ধরে পরিবারের সঙ্গে মুম্বাইয়ে আছেন। সন্দীপ শেখানে আরও বলেছেন, অভিযুক্তের নাগরিকত্ব বদল করে পুলিশ এ মামলার ফোকাস ঘোরাতে চাইছে।