যে ছবিতে সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছেন সারা
২০০৭ সালে মুক্তি পেয়েছিল অনুরাগ বসুর ‘লাইফ ইন আ মেট্রো’ ছবিটি। এবার আধুনিক প্রেমের কাহিনি নিয়ে অনুরাগ আনতে চলেছেন মেট্রো ইন দিনোঁ ছবিটি। এই ছবিতে আছেন একঝাঁক তারকা। আর তাঁদের জুটি প্রেমের নতুন উপাখ্যান শোনাবে। অনুরাগের এই ছবির অংশ হতে পেরে আপ্লুত অভিনেত্রী সারা আলী খান। সম্প্রতি ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে অনুরাগের সঙ্গে কাজ করা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন সারা।
অনুরাগ বাসুর এই ছবিতে জুটি বেঁধে আসছেন নীনা গুপ্তা-অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠি-কঙ্কনা সেনশর্মা, আলী ফজল-ফাতিমা সানা শেখ এবং আদিত্য রায় কাপুর-সারা আলী খান। কলকাতা, মুম্বাই, দিল্লি ও বেঙ্গালুরু—এই চার শহরের ভিন্ন স্বাদের প্রেমকাহিনি নিয়ে ছবিটি বানিয়েছেন অনুরাগ। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে পরিচালক অনুরাগ বসুসহ সব শিল্পী উপস্থিত ছিলেন। সারা উচ্ছ্বাসের সঙ্গে বলেন, ‘অনুরাগ বসুর ছবি দেখে আমি বড় হয়েছি। প্রথম কিস্তি তো খুবই পছন্দের। এখন আমি এই ছবিতে কাজ করছি। তাঁর পরিচালনায় কাজ করা আমার জন্য কল্পনাতীত ছিল। অনুরাগ বসুর ছবিতে সুযোগ পেয়ে আমি দারুণ খুশি। আমার স্বপ্ন সত্যি হলো। আমি এখন বলতে পারি যে আমি অনুরাগ বসুর নায়িকা।’
অভিনেত্রী আরও বলেন, ‘এই ছবির ক্ষেত্রে আমি কখনো কম চাপ অনুভব করিনি। এমন অনেক মুহূর্ত আছে, যেখানে আমি আছি বলে আমার বিশ্বাসই হচ্ছিল না। এই মুহূর্তে মঞ্চে এই সাত অভিনেতা, যাঁদের আমি সম্মান করি আর অনুরাগ বসু ও ভূষণ স্যারের পাশে দাঁড়িয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।’
অনুরাগের সঙ্গে কাজ করা প্রসঙ্গে সারা বলেন, ‘তাঁর ছবি নির্মাণের ধরন আমার কাছে একদম নতুন। তাই আমাকে আদিত্যর (রায় কাপুর) ওপর আস্থা রাখতে হয়েছিল। এর আগে অনুরাগদার লুডো ছবিতে আদিত্য অভিনয় করেছেন। তাই আদিত্য তাঁর কাজের ধরন-ধারণ সম্পর্কে জানতেন। আদিত্য আমাদের মধ্যে এক সুন্দর সেতু হয়ে উঠেছিলেন। আমরা সবাই খুব মজা করে কাজ করেছি। বসুদা যেভাবে কাজ করেন, তা আমি আগে কখনো দেখিনি। আমি বুঝেছিলাম যে এই ছবির দায়িত্ব আমাদের সবার কাঁধে।’ আদিত্য ছাড়া ফাতিমা সানা শেখও অনুরাগের লুডো ছবিতে অভিনয় করেছেন। সারা জানান যে ফাতিমাও তাঁকে অনেক সাহায্য করেছেন।
ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উঠে আসে সারার বাবা সাইফ আলী খানের কথা। এক সাংবাদিক সারাকে প্রশ্ন করেন যে হিন্দি সিনেমা দুনিয়ার কোন বিবাহিত জুটি সবচেয়ে সফল? প্রশ্ন শুনে প্রথমে থতমত খেয়ে যান সারা। একটু সময় নিয়ে তিনি বলেন, ‘আমার বাবা আর কারিনা।’
বক্স অফিসের চাপ প্রসঙ্গে অনুরাগ বলেন, ‘একজন গল্পকার সততার সঙ্গে তাঁর গল্প বলতে পারেন, এরপর ছবির ভাগ্য দর্শক নির্ধারণ করেন। আপনি কিছুই পরিকল্পনা করতে পারেন না। একটা নিশ্চিত ছবি সবচেয়ে অনিশ্চিত হয়ে উঠতে পারে। আমি মনে করি, একটা ছবিকে হৃদয় দিয়ে বানিয়ে তোলা প্রয়োজন, বাকিটা দর্শকের হাতে ছেড়ে দিতে হবে। আমরা আমাদের কাজটা করেছি।’
অনুরাগ বসু পরিচালিত মেট্রো ইন দিনোঁ ছবিটি আগামী ৪ জুলাই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। এই ছবির সংগীত পরিচালনা করেছেন প্রীতম। ছবিতে রয়েছে অরিজিৎ সিংয়ের গান।