ভারতে জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশালী টক্করছবি: ইনস্টাগ্রাম

একের পর এক অপমৃত্যুর খবর মিলছে ভারতের বিনোদনজগৎ থেকে। কলকাতার অভিনেত্রী পল্লবী দেসহ বেশ কয়েকজনের অপমৃত্যুর খবর এসেছে। এবার এল আরেকজনের অপমৃত্যুর খবর। আজ সকালে অভিনেত্রী বৈশালী টক্করের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’, ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘শশুরাল সিমর কা’র মতো জনপ্রিয় হিন্দি টিভি ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন

জনপ্রিয় হিন্দি টিভি ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পাওয়া ভারতীয় অভিনেত্রী বৈশালী টক্করের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ছবি: ইনস্টাগ্রাম

স্টার প্লাসের ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ দিয়ে টিভি পর্দায় অভিষেক ঘটে বৈশালীর। পরে ‘ইয়ে বাদা রাহা’, ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘শ্বশুরাল সিমর কা’, ‘সুপার সিস্টার’, ‘লাল ইশক’ ও ‘বিষ ও অমৃত’-এর মতো বেশ কয়েকটি শোতে দেখা গেছে তাঁকে।

স্টার প্লাসের ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ দিয়ে টিভি পর্দায় অভিষেক ঘটে বৈশালীর।
ছবি: ইনস্টাগ্রাম

গত বছরের এপ্রিলে অভিনন্দন সিং নামের একজন চিকিৎসকের সঙ্গে বাগদানের খবর দিয়েছিলেন বৈশালী। পরে তিনি জানান, বিয়ে করতে চান না। মাঝে এক বছর ধরে ইন্দোরে থাকছিলেন বৈশালী। তাঁকে শেষবারের মতো ‘রক্ষা বন্ধন’ ধারাবাহিকে দেখা গেছে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টিভি ইন্ডাস্ট্রিতে।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন