ফিল্মফেয়ার বাংলার রাতে, ‘ব্ল্যাক লেডি’ তাঁদের হাতে

বুধবার সন্ধ্যায় ভারতের কলকাতার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত হয় ফিল্মফেয়ার বাংলা। ফিল্মফেয়ারের জনপ্রিয়তার জন্য চার বছর ধরে এই ‘ব্ল্যাক লেডি’ আসে টালিউডে। করোনা মহামারির কারণে ২০২০ সালে বাতিল করা হয় এই আয়োজন। এক বছর পর সেটিই আয়োজিত হলো এবার। টালিউডকে উপহার দিল দারুণ এক রাত।

প্রসেনজিৎ হয়েছেন সেরা অভিনেতা, ঋত্বিক হয়েছেন সেরা সহ–অভিনেতা
ইনস্টাগ্রাম

সীমিত পরিসরের সেই আয়োজনেও অনির্বাণ ভট্টাচার্য, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, মধুমিতা সরকারদের পারফরম্যান্সে পড়েছে মুহুর্মুহু হাততালি। সেরা সিনেমা হয়েছে সৃজিত মুখার্জী পরিচালিত ‘ভিঞ্চি দা’। অন্যদিকে সেরা পরিচালক হয়েছেন কৌশিক গাঙ্গুলি।  সৃজিত মুখার্জী পরিচালিত ‘গুমনামি’ পেয়েছিল আটটি মনোনয়ন, ‘শাহ জাহান রিজেন্সি’ ছয়টি আর ‘ভিঞ্চি দা’ পাঁচটি। তিনটি ছবির এই ১৩টি মনোনয়ন থেকে ছয়টি বিভাগে ৭টি পুরস্কার এসেছে সৃজিতের হাত ধরে।

যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে তুলেছেন স্বস্তিকা ও শুভশ্রী
ইনস্টাগ্রাম

আজীবন সম্মাননা পেয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও তরুণ মজুমদার। সেরা অভিনেত্রী বিভাগে যৌথভাবে পুরস্কার হাতে তুলেছেন স্বস্তিকা মুখার্জী (শাহ জাহান রিজেন্সি) ও শুভশ্রী গাঙ্গুলি (পরিণীতা)। চট করে দেখে নেওয়া যাক, চতুর্থ ফিল্মফেয়ারের রাতে কারা বাড়ি নিয়ে গেলেন পুরস্কারগুলো।

গুনী অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য হয়েছেন সেরা গায়ক
ইনস্টাগ্রাম

শ্রেষ্ঠ চলচ্চিত্র: ভিঞ্চি দা (সৃজিত মুখার্জী)
শ্রেষ্ঠ পরিচালক: কৌশিক গাঙ্গুলি (জ্যেষ্ঠ পুত্র)
শ্রেষ্ঠ চলচ্চিত্র (সমালোচনা): রবিবার (অতনু ঘোষ)
শ্রেষ্ঠ অভিনেতা: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (গুমনামি)
শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচনা): ঋদ্ধি সেন (নগরকীর্তন)
শ্রেষ্ঠ অভিনেত্রী: স্বস্তিকা মুখার্জী (শাহ জাহান রিজেন্সি) ও শুভশ্রী গাঙ্গুলি (পরিণীতা)
শ্রেষ্ঠ অভিনেত্রী  (সমালোচনা): জয়া আহসান (বিজয়া ও রবিবার)
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা: ঋত্বিক চক্রবর্তী (জ্যেষ্ঠ পুত্র)
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী: লিলি চক্রবর্তী (সাঁঝবাতি)

‘ভিঞ্চি দা’ সিনেমার একটি দৃশ্য
ইনস্টাগ্রাম

শ্রেষ্ঠ গানের অ্যালবাম: রণজয় ভট্টাচার্য ও অনিন্দ্য চট্টোপাধ্যায় (সোয়েটার)
শ্রেষ্ঠ গীতিকবি: রণজয় ভট্টাচার্য (প্রেমে পড়া বারণ, সোয়েটার)
শ্রেষ্ঠ গায়ক: অনির্বাণ ভট্টাচার্য (কিচ্ছু চাইনি আমি, শাহ জাহান রিজেন্সি)
শ্রেষ্ঠ গায়িকা: লগ্নজিতা চক্রবর্তী (প্রেমে পড়া বারণ, সোয়েটার)
শ্রেষ্ঠ আবহ সংগীত: প্রবুদ্ধ ব্যানার্জী (নগরকীর্তন)
শ্রেষ্ঠ নবাগত পরিচালক: ইন্দ্রদীপ দাশগুপ্ত (কেদারা)
শ্রেষ্ঠ নবাগত পরিচালক (নারী): ঋত্বিকা পাল (কিয়া অ্যান্ড কসমস)

প্রয়াত সৌমিত্র চট্টোপধ্যায়কে দেওয়া হয়েছে আজীবন সম্মাননা
সংগৃহীত

আজীবন সম্মাননা: সৌমিত্র চট্টোপাধ্যায় ও তরুণ মজুমদার
শ্রেষ্ঠ গল্পকার: রুদ্রনীল ঘোষ ও সৃজিত মুখার্জী (ভিঞ্চি দা)
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: কৌশিক গাঙ্গুলি (নগরকীর্তন)
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: কৌশিক গাঙ্গুলি (জ্যেষ্ঠপুত্র)
শ্রেষ্ঠ শব্দ পরিকল্পক: সৌগত ব্যানার্জী (রবিবার)
শ্রেষ্ঠ প্রোডাকশন পরিকল্পক: শিবাজী পাল (গুমনামি)
শ্রেষ্ঠ সম্পাদনা: সুজয় দত্ত রায় (কেদারা)
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: শীর্ষ রায় (নগরকীর্তন)

‘নগরকীর্তন’ সিনেমার দৃশ্যে ঋদ্ধি সেন
সংগৃহীত