মিঠুন সম্পর্কে কতটুকু জানেন?

৭২ পেরিয়ে আজ ৭৩-এ পা দিলেন মিঠুন চক্রবর্তী। নানা চড়াই–উতড়াই পেরিয়ে আজকের অবস্থানে এসেছেন তিনি, হয়ে উঠেছেন ‘মহাগুরু’। ভক্তদের কাছে ডিসকো ড্যান্সার। জন্মদিনে থাকল তাঁর জীবনের অজানা কিছু কথা।
১ / ১০
মিঠুন চক্রবর্তী তাঁর পর্দার নাম। প্রকৃত নাম গৌরাঙ্গ চক্রবর্তী। ১৯৫০ সালের ১৬ জুন এই বাংলাদেশেই তাঁর জন্ম। কোন জেলায় জানেন? বরিশাল
ইনস্টাগ্রাম
২ / ১০
একসময় নকশাল আন্দোলনের সঙ্গে জড়িয়ে যান মিঠুন। সেখান থেকে ফিরে অভিনয়ে মনোযোগী হন
ফেসবুক থেকে
৩ / ১০
কুস্তিগীর ছিলেন মিঠুন। পশ্চিমবঙ্গ রাজ্য রেসলিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র শাখার বিজয়ী হয়েছিলেন তিনি। পাশাপাশি মার্শাল আর্টসেও আছে ব্ল্যাক বেল্ট
ফেসবুক থেকে
৪ / ১০
মিঠুন চক্রবর্তীকে চলচ্চিত্রে আনেন মৃণাল সেন। তাঁর ‘মৃগয়া’ মিঠুনের প্রথম ছবি। অভিষেকেই পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার
সংগৃহীত
৫ / ১০
বলিউডে সহকারী হিসাবে ঢুকেছিলেন মিঠুন। ছিলেন সালমান খানের মা হেলেনের অ্যাসিসট্যান্ট
ইনস্টাগ্রাম
৬ / ১০
মিঠুনকে নিয়ে বানানো হয়েছে কমিক বই ‘জিমি জিংচ্যাক’, ‘এজেন্ট অব ডিস্কো’
সংগৃহীত
৭ / ১০
রুশ তরুণীদের কাছে মিঠুন চক্রবর্তী ভীষণ জনপ্রিয়। ‘ডিসকো ড্যান্সার’ ছবির গানে মাত রুশরা
সংগৃহীত
৮ / ১০
এক বছরে সবচেয়ে বেশি ছবি মুক্তির রেকর্ডও মিঠুনের। ১৯৮৯ সালে তাঁর ১৯টি ছবি মুক্তি পায়
ফে
৯ / ১০
প্রাণিপ্রেমী মিঠুনের বাড়িতে ৭০টির বেশি কুকুর আছে। আছে পাখিও
টুইটার
১০ / ১০
বাংলাভাষী মিঠুন অভিনয় করেছেন হিন্দি, পাঞ্জাবি, ওড়িয়া, ভোজপুরি, তামিল, তেলেগু, কন্নড় ছবিতেও
ফেসবুক

সূত্র: ইন্ডিয়া ডটকম, পপভয়েজার, ইন্ডিয়াটিভি