যে কারণে মুখে কুলুপ এঁটেছেন সারা

বাবা সাইফ আলী খানের সঙ্গে সারা আলী খানছবি:ইনস্টাগ্রাম

বড্ড খারাপ দিন যাচ্ছেন সাইফকন্যা সারার।  বলিউডের মাদক কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন সারা আলী খান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর বাঘা বাঘা অফিসারের প্রশ্নবাণও কড়া হাতে সামলান তিনি। সবকিছু ঝেড়ে ফেলে আবার নিজের কাজে মন দিয়েছেন সাইফ আলী খান আর অমৃতা সিংয়ের কন্যা। হাতে গোনা মাত্র কয়েকটা ছবিতে অভিনয় করেও প্রথম সারির নায়িকাদের তালিকায় তিনি অনায়াসে চলে এসেছেন। তবে দ্বিচারিতা বিন্দুমাত্র পছন্দ করেন না সারা। সোজা কথা সোজা ভাবে বলতেই ভালোবাসেন এই তারকাকন্যা। এবার তিনি তাঁর অভিনেত্রীসত্তা নিয়ে একদম খোলামেলা।

সারা মনেপ্রাণে নিজেকে একজন শিল্পী মনে করেন।
ছবি:ইনস্টাগ্রাম থেকে

সারা মনেপ্রাণে নিজেকে একজন শিল্পী মনে করেন। আর তিনি মনে করেন যে মানুষকে বিনোদন দেওয়াই তাঁর প্রধান কাজ। ছবির মাধ্যমে সামাজিক বার্তা পৌঁছে দেওয়া বা সমাজকে বদলানোর এতটুকু ইচ্ছা তাঁর নেই।

সিনেমার মাধ্যমে অনেক অভিনেতা সমাজকে বদলানোর স্বপ্ন দেখেন। এ প্রসঙ্গে সারার সাফ জবাব, ‘সমাজের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য অন্য অনেক মাধ্যম আছে।

সারা আলী খান
ছবি:ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন

আর আমাকে যদি সমাজের কাছে বার্তা দিতে হয়, তাহলে ডকুমেন্টারি বেছে নিতে হবে। তবে ডকুমেন্টারিতে কাজ করার আমার কোনো অভিপ্রায় নেই। আমি ভালো গল্পের অংশ হতে চাই। আমি গল্পের মাধ্যমে সবার হৃদয়ে পৌঁছাতে চাই। আমি এমন সব চরিত্রে অভিনয় করতে চাই, যার মাধ্যমে দর্শকের সঙ্গে যেন আমার সংযোগ তৈরি হয়। আমি অভিনয়ের মাধ্যমে এ প্রজন্মের যুব সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক গড়তে চাই। আমি নিজেকে একজন বিনোদনকারী বলে মনে করি।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সামাজিক বার্তা পৌঁছে দেওয়ার ভার আমি আমার কাঁধে নিতে চাই না। আমি শুধু আমার ছবি বা চরিত্রের মাধ্যমে হয়তো কোনো বার্তা পৌঁছে দিতে পারি। আমার নিজস্ব এক সীমা আছে। এই সীমার বাইরে গিয়ে আমি কিছু করতে অক্ষম। আর আমি এমন সব চরিত্রে অভিনয় করি বা করতে চাই, যা আমার ব্যক্তিত্বের থেকে ভিন্ন।’

সুশান্ত সিং রাজপুত ও সারা আলী খান
ছবি: ইনস্টাগ্রাম

সারা স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলতেই ভালোবাসেন। এই ঠোঁটকাটা স্বভাবের জন্য নিজের মুখে তিনি কুলুপ এঁটে থাকেন। এ ব্যাপারে তাঁর বক্তব্য, ‘আমি যে ধরনের মেয়ে, যদি আমি মুখ খোলা শুরু করি তো রোজ ধামাকা হতে পারে। তাই আমি চুপচাপ থাকি। আর এসব করলে অহেতুক বিতর্কের সৃষ্টি হবে। এর ফলে নিজের কাজেরই ক্ষতি হবে। আমি চাই আমার কাজই সব বলুক।’

সারা মনে করেন যে মানুষকে বিনোদন দেওয়াই তাঁর প্রধান কাজ।
ছবি:ইনস্টাগ্রাম
আরও পড়ুন