২০০ বছর আগের গল্পটিই এখনো শীর্ষে

পছন্দের সিনেমাগুলো নিয়ে জানতে দর্শকেরা সবার আগে ঢুঁ মারেন আইএমডিবিতে (ইন্টারনেট মুভি ডেটাবেজ)। মুহূর্তেই যেকোনো সিনেমা সম্পর্কে ধারণা পাওয়া যায়। কোন সিনেমা, সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ বেশি, সেই ডেটাবেজ দিয়ে তৈরি হয় ফ্যান ফেবারিট বা দর্শকদের পছন্দের সিনেমার তালিকা। সেই তালিকার শীর্ষ সিনেমা-সিরিজগুলো দেখে নিতে পারেন।
১ / ৫
‘ফ্রাঙ্কেনস্টাইন’ বলতেই আমাদের চোখে ভেসে ওঠে কোনো দানবের নাম। যে দানব আমাদের রহস্যের মধ্যে নিয়ে যায়। মেরি শেলির লেখা ২০০ বছরের বেশি সময় আগের সেই উপন্যাস থেকে নির্মিত হয়েছে বহু সিনেমা, সিরিজ। এবার হলিউডের আলোচিত পরিচালক গিয়ের্মো দেল তোরো নতুন করে নির্মাণ করেছেন ‘ফ্রাঙ্কেনস্টাইন’। সিনেমাটি মুক্তির পর থেকে আলোচনায় রয়েছে। এটি দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে।
ছবি: আইএমডিবি
২ / ৫
হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সিনেমাটি দেড় মাসের বেশি সময় ধরে আলোচনায় রয়েছে। ধরে রেখেছে আইএমডিবির ভক্তদের তালিকায় শীর্ষ-৫–এ অবস্থান। আগের চেয়ে রেটিং কিছুটা কমেছে। ৮ রেটিং নিয়ে আইএমডিবিতে ভক্তদের পছন্দের তালিকায় এখনো ২ নম্বরে রয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমাটি। ছবি: আইএমডিবি
৩ / ৫
চলতি মাসে মুক্তি পাওয়া ‘প্রিডেটর: ব্যাডল্যান্ডস’ সিনেমাটি এখনো আলোচনায় রয়েছে। বৈজ্ঞানিক কল্পকাহিনির এই সিনেমা আইএমডিবি রেটিং ৭.৫। সিনেমাটি ১৪ কোটি ডলার আয় করেছে। এটি ভক্তদের পছন্দের তালিকায় ৩ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি
৪ / ৫
ডার্ক কমেডি ও সাইকোলজিক্যাল হরর সিনেমা ‘ওয়েপনস’ আগস্টের দ্বিতীয় সপ্তাহে মুক্তি পায়। সেই হিসেবে দুই মাস পেরিয়ে গেছে। এখনো সিনেমাটি দর্শকদের পছন্দের তালিকায় দুই নম্বরে রয়েছে। এর রেটিং ৭.৫। একসঙ্গে হারিয়ে যাওয়া শিশুদের এই গল্প এখনো আলোচনায় রয়েছে।
ছবি: আইএমডিবি
আরও পড়ুন
৫ / ৫
ডার্ক কমেডি, ডিসটোপিয়ান সায়েন্স-ফিকশন ও মনস্তাত্ত্বিক ড্রামা ধাঁচের ওয়েব সিরিজ ‘প্লুরিবাস’। ১০ পর্বের এই সিরিজ এখনো আলোচনায় রয়েছে। সিরিজটির আইএমডিবি রেটিং ৮.৬। এটি পছন্দের তালিকায় ৫ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি