আইএমডিবি রেটিং মাত্র সাড়ে পাঁচ, তবু এগিয়ে এ সিনেমা

সিনেমার একটি দৃশ্য। ছবি: আইএমডিবি

সিনেমাটির আইএমডিবি রেটিং মাত্র সাড়ে পাঁচ। দর্শক ও সমালোচকদের ভাষায় বলা যেতে পারে, এটা গড়পড়তা কোনো সিনেমা। যে সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ থাকার কোনো কারণ নেই। কিন্তু ওই সিনেমাই দুই সপ্তাহ ধরে এগিয়ে আছে। রেকর্ড গড়ছে। চলতি সপ্তাহেও সিনেমাটি আয়ে এগিয়ে। কেন সিনেমাটি নিয়ে দর্শকদের এত আগ্রহ, এই নিয়ে সমালোচকেরা বলছেন ভিন্ন কথা।

‘দ্য ফাইভ নাইটস ফ্রেডি’ সিনেমাটির গল্প মূলত ভিডিও গেমস থেকে নেওয়া হয়েছে। ২০১৫ সালে শুরু হয় সিনেমাটির চিত্রনাট্য লেখা। খুবই সাদামাটা গল্প। তার আগে বলে নেওয়া দরকার, এটি ইউনিভার্সেল পিকচারের ভৌতিক সিনেমা। একটা পিৎজা হাউসের গল্প নিয়েই সিনেমাটি। এই পিৎজা হাউসের নাম ফ্রেডি ফাজবেয়ারস পিৎজা। সেখানে কাজ নেয় এক প্রহরী। সে এক রাতে আবিষ্কার করে, এই ফ্রেডিতে গোপন একটি কক্ষে কিছু রয়েছে। তারা নড়াচড়া করছে। কৌতূহল নিয়ে সেই গোপন কক্ষটি খুলে দেওয়ার পরে সেখান থেকে বের হয়ে আসে ভয়ংকর পাঁচটি অ্যানিমেল রোবট। এই প্রাণীগুলো একের পর এক অঘটনা ঘটাতে থাকে।

সিনেমার পোস্টার। ছবি: আইএমডিবি

সমালোচকেরা মনে করছেন, যাঁরা গেমসের সঙ্গে পরিচিত, তারা মূলত সিনেমাটি নিয়ে অনীহা প্রকাশ করেছেন। তবে ভিডিও গেমসের ভক্তরা সিনেমাটি দেখছেন। তাঁদের মনমতো হয়নি সিনেমাটি। কারণ, একে তো চেনা গল্প, তারপরে মজার ও ভয়ের দৃশ্যগুলো তাঁদের সেই অর্থে টানেনি। আইএমডিবিতে সিনেমাটির রেটিং সাড়ে পাঁচ হলেও রোটেন টমেটোসে রেটিং ৩০ শতাংশ। যদিও যাঁরা প্রথমবার সিনেমাটি দেখছেন, তাঁরা ভূয়সী প্রশংসা করেছেন। তাঁরাই মূলত বেশি রেটিং দিয়ে সিনেমাটিকে এগিয়ে রাখছেন। ৫৬ হাজার ভোটের মধ্যে ২২ হাজার ভোটার ১০–এ ১০ দিয়েছেন।

বিনোদন হিসেবে সিনেমাটি পছন্দ করেছেন দর্শক
ছবি: আইএমডিবি

বিনোদন হিসেবে সিনেমাটি পছন্দ করেছেন দর্শক। রোটেন টমোটস এ বেশ কিছু সমালোচনায় বলা হয়, একটা কোনো কালজয়ী সিনেমা নয়। নিছক বিনোদনের জন্য যথেষ্ট উপকরণ রয়েছে সিনেমায়। তবে সবার অভিনয় গতানুগতিক। এখানে মজার কিছু দৃশ্য দারুণ ছিল। কিছু মুহূর্ত ছিল মাঝেমধ্যে নিশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো। তবে মানবিক ও মনস্তাত্ত্বিক বিষয়গুলো চিত্রনাট্যে পুরোপুরি উঠে এসেছে। বেশির ভাগ সমালোচক লিখেছেন, সিনেমার প্রযুক্তিগত দিক, কস্টিউম ও ভিডিও ইফেক্টগুলো দারুণ ছিল। অ্যানিমেটনিক চরিত্রের মধ্যে ফ্রেডি, চিকা, বর্ণি, ফক্সির লুক ডিজাইন ভালো ছিল।

সিনেমাটির বাজেট দুই কোটি ডলার
ছবি: আইএমডিবি

দুই কোটি ডলার বাজেটের এই সিনেমা প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও কানাডার বাজার থেকে আয় করে আট কোটি ডলার, যা ২০১৮ সালে মুক্তি পাওয়া হরর সিনেমা ‘হ্যালোইন’–এর চেয়ে বেশি। ভিডিও গেমসনির্ভর গল্প হিসেবে এটি সপ্তাহে আয় করা তালিকায় ২ নম্বরে রয়েছে। বিশ্বব্যাপী সিনেমাটির আয় ২২ কোটি ডলার। সিনেমাটির দৈর্ঘ্য ১ ঘণ্টা ৪৯ মিনিট। সিনেমাটি পরিচালনা করেছেন এমা তান্মি। এখানে অভিনয় করেছেন যশ হাচারসন, পিচার রুবিও, এলিজাবেথ লেইন, ডেভিড লিন্ড প্রমুখ।