মুক্তি পেল দিতি–মিজুর শেষ ছবি

খল অভিনেতা মিজু আহমেদ ও পারভীন সুলতানা দিতি শেষ সিনেমা এ দেশ তোমার আমার

প্রায় এক দশক আগে শুরু হয়েছিল ‘এ দেশে তোমার আমার’ সিনেমার শুটিং। তারপর নানা কারণে সিনেমাটির সব কাজ শেষ হতে বিলম্বিত হয়। দীর্ঘদিন পর অবশেষে সিনেমাটি আলোর মুখ দেখছে। আজ শুক্রবার দেশের ৩০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেল। এফ আই মানিক পরিচালিত সিনেমাটিতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান ও রুমানা হক।

সিনেমাটিতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান ও রুমানা হক

ডিপজলের প্রযোজনায় নির্মিত ‘এ দেশ তোমার আমার’ সিনেমা দিয়ে দীর্ঘ ২ বছর পর জায়েদ খান অভিনীত কোনো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। জায়েদ খান বলেন, ‘আমার জন্য স্মৃতি বিজড়িত একটি সিনেমা ‘এ দেশ তোমার আমার’।

শুক্রবার দেশের ৩০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেল

একসঙ্গে মিজু ভাই, দিতি আপার সঙ্গে অভিনয় করেছি, তাঁরা আজ আমাদের মাঝে নেই। তাঁরা নানাভাবে সিনেমাটির শুটিংয়ে আমাকে সহযোগিতা করেছেন। আমাকে খুবই স্নেহ করতেন। সেই দিনগুলোকে খুবই মিস করছি। সাভারে সিনেমাটির শুটিং করার সময় একটা ভুল–বোঝাবুঝির কারণে এলাকাবাসী আমাদের আক্রমণ চালিয়েছিল। সেই আক্রমণে আমাদের কেউ কেউ আহতও হয়েছিল। এই সিনেমা নিয়ে আমার অনেক স্মৃতি।’

সিনেমাটির পরিচালক এফ আই মানিক বলেছিলেন, ‘৩৫ মিলিমিটারে সিনেমাটির শুটিং করা হয়েছিল।

জায়েদ খান ও রুমানা হক

পরে ডিজিটালে ট্রান্সফার করে সম্পাদনাসহ নানা জটিলতার কারণে কাজ শেষ করতে দেরি হয়ে যায়। সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ডিপজল। মাঝে তিনি অসুস্থ থাকায় কাজ শেষ করতে সময় লেগেছে।’ সিনেমায় আরও অভিনয় করেছেন সোহেল রানা, ডিপজল, প্রয়াত দিতি, মিজু আহমেদ প্রমুখ।