‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমায় অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা
ফেসবুক

বাণিজ্যিকভাবে দেশের বাইরে মুক্তি পাচ্ছে ‘উনপঞ্চাশ বাতাস’। আগামীকাল শুক্রবার যুক্তরাষ্ট্র ও কানাডার ১৬টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মাসুদ হাসান।

‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার দৃশ্যে শার্লিন
সংগৃহীত

হাসান মাসুদ জানান, দেশের বাইরে বাণিজ্যিকভাবে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে তাঁর অনেক আগে থেকেই ছিল। কিন্তু করোনার কারণে আটকে যায় সব পরিকল্পনা। এবার সেই সাধ পূরণ হচ্ছে। এই পরিচালক বলেন, পরিবেশকের মাধ্যমে আমেরিকা, কানাডার সিনেমা হলগুলোর সঙ্গে আগে থেকেই কথা হচ্ছিল। কিন্তু তাদের বেশির ভাগ হলই দীর্ঘদিন বন্ধ ছিল। সম্প্রতি খোলা শুরু হয়েছে।

নির্মাতা মাসুদ হাসান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ১৪টি সিনেমা হলে মুক্তি পাবে ‘উনপঞ্চাশ বাতাস’। একই দিন থেকে সিনেমাটি কানাডার দুটি হলেও চলবে। ‘এর আগে যুক্তরাষ্ট্র, কানাডায় বাংলাদেশের যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে, সেগুলো থিয়েটার ভাড়া নিয়ে চালানো হয়েছে। কিন্তু আমরা ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের সিনেমার বাজার তৈরির উদ্দেশ্যে আন্তর্জাতিক বাজারে মুক্তি দিচ্ছি। দেশের বাইরে সিনেমা নিয়ে মুক্তি দেওয়া সাহসের কাজ। এ জন্য সিনেমাটির পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর কাছে আমরা কৃতজ্ঞ,’ বলেন মাসুদ হাসান।

মাসুদ হাসানের প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ অক্টোবরে মুক্তি পায়
ছবি: সংগৃহীত

‘উনপঞ্চাশ বাতাস’ সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্পনির্দেশনা ও সংগীত পরিচালনা করেছেন মাসুদ হাসান। থ্রিলার ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা।