গান, পোস্টার, ট্রেলারে জমজমাট

সাড়া ফেলেছে ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির গান ‘কথা আছে’
ছবি : সংগৃহীত

ঈদের আর চার দিন বাকি। অথচ ঈদের ছবির তালিকায় এখনো যোগ হচ্ছে নতুন নতুন নাম। এ পর্যন্ত ৯টি সিনেমার ঘোষণা এসেছে। ছবিগুলো হলো ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘কিল হিম’, ‘পাপ’, ‘জিন’, ‘আদম’, ‘লাল শাড়ি’, ‘শত্রু’, ‘লোকাল’ ও ‘প্রেম প্রীতির বন্ধন’। প্রায় প্রতিদিনই সিনেমাগুলোর কোনো না কোনো নতুন খবর আসছে—মুক্তি পাচ্ছে পোস্টার, ট্রেলার বা গান। এসব পোস্টার, গান, ট্রেলার নিয়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপে জমছে আলোচনা। এগুলোর ভালো-মন্দ নিয়ে চলছে বিচার-বিশ্লেষণ।

আরও পড়ুন

গত বুধবার রাতে শাকিব-বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির ‘কথা আছে’ শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছে। র‌্যাপ ঘরানার গানটি শাকিবের ফেসবুক পেজে মুক্তির পরপরই সাড়া ফেলেছে। গতকাল সোমবার রাত পর্যন্ত গানটিতে প্রতিক্রিয়া এসেছে ২ লাখ ১৫ হাজার, মন্তব্য ২০ হাজার। গানটি শেয়ার হয়েছে ৭ হাজার ৮০০ বার। ফেসবুকে গানটি দেখেছেন ২০ লাখের মতো মানুষ। মন্তব্যের ঘরে অনেক ভক্ত বলছেন, র‍্যাপ গানটিতে শাকিবকে যেভাবে দেখা গেছে, এমনটা আগে যায়নি। এরই মধ্যে বাংলাদেশে ফেসবুকে সর্বাধিক দেখা ভিডিওর তালিকাতেও গানটি জায়গা করে নিয়েছে।

শুক্রবার দুপুরে মুঠোফোনে যোগাযোগ করা হলে ছবির নায়িকা বুবলী বলেন, ‘গানটি সবার মধ্যে একটা ঈদের আমেজ তৈরি করেছে। আমার নিজের মধ্যেও এখন ঈদের আমেজ কাজ করছে। আশা করছি এই সিনেমা ঈদে বড় পর্দায় দর্শকদের দ্বিগুণ আনন্দ দেবে।’

বুবলী ও আদর আজাদ অভিনীত ‘লোকাল’ ঈদে মুক্তির ঘোষণা আসে গত শনিবার সন্ধ্যায়
ফেসবুক

‘কথা আছে’র কাছাকাছি সময়ে বুধবার রাতেই মুক্তি পায় অনন্ত জলিল-বর্ষা অভিনীত কিল হিম ছবির টিজার। ১ মিনিট ১ সেকেন্ডের টিজারজুড়ে অনন্ত জলিলের ধুন্ধুমার অ্যাকশন। সোমবার রাত পর্যন্ত অনন্ত জলিলের ফেসবুক পেজে এর ভিউ হয়েছে ২৬ লাখ। প্রতিক্রিয়া এসেছে ১ লাখ ২৬ হাজার। ১৪ হাজার মন্তব্য এসেছে। যোগাযোগ করা হলে মুঠোফোনে অনন্ত জলিল বলেন, ‘আমাদের ছবির টিজার প্রকাশের পরপরই সাড়া পড়ে গেছে। শুধু আমার ফেসবুক পেজেই দুই দিনে মিলিয়ন পার। তা ছাড়া টিজারটির কপিরাইট উন্মুক্ত। এতে সারা দেশের মানুষ এটি ফেসবুকের ব্যবহার করছেন। তাই সঠিক ভিউ হিসাব করলে কয়েক মিলিয়ন হয়ে গেছে।’

গত বুধবার ‘লাল শাড়ি’ ছবির ‘রঙে রঙে সঙে সঙে’ গানটি  প্রকাশ পেয়েছে। বৈশাখী মেলার আবহে জমজমাট গানটি অপুর ভক্ত-অনুসারীরা উপভোগ করছেন। সোমবার রাত পর্যন্ত তাঁর ফেসবুক পেজে গানটিতে প্রতিক্রিয়া এসেছে ৪৫ হাজার, ৪ হাজার ১০০ মন্তব্য। ভিউ হয়েছে সাড়ে ৫ লাখ ৬০ হাজার। গানটি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘উৎসবের গানটি দর্শক উপভোগ করছেন। সাড়া দেখে মনে হচ্ছে, এখনই ঈদ লেগেছে।’

পাপ ছবির ‘পাপ’ গানটির কথাও বলা যায়। আইটেম গানটি ফেসবুক ও ইউটিউবে সিনেমাপ্রেমী দর্শকের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। ছবির নায়ক রোশান বলেন, ‘থ্রিলার অ্যাকশন ছবি এটি। এই ছবিতে আমি নতুন লুকে অভিনয় করেছি। এর আগে লুকের কিছু ছবি ফেবুকে শেয়ার করেছিলাম। ভক্তদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। আইটেম গানটিতেও ভালো সাড়া আছে। ট্রেলারটি মুক্তির পর ছবিটি নিয়ে নতুন আলোচনা শুরু হতে পারে।’

অন্যদিকে ‘জ্বীন’ ছবিতে নায়িকা পূজা চেরির ভৌতিক লুকের পোস্টার নজর কেড়েছে। পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে দর্শকদের জন্য পুরস্কার ঘোষণা করায় ‘জ্বীন’ ছবি ঘিরে এখন অনেকের কৌতূহল। পূজা চেরি ও সজল অভিনীত ছবিটির ‘ঢঙি ছেলে’ শিরোনামের গান মুক্তি পেয়েছে গত বৃহস্পতিবার। রোববার বিকেলে মুঠোফোনে পূজা চেরি বলেন, জ্বীন হরর সিনেমা। বর্তমান ঢাকাই সিনেমার দর্শকদের জন্য নতুন কনটেন্ট। ছবির পোস্টারটি বেশ সাড়া পাচ্ছে। অন্যদিকে এই সিনেমা হলে গিয়ে দেখার একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পুরস্কার ঘোষণা করা হয়েছে দর্শকদের জন্য। এই বিষয়ও ছবির আলোচনায় নতুন মাত্রা দিয়েছে।

‘কিল হিম’ ছবির পোস্টার
ফেসবুক

বুবলী ও আদর আজাদ অভিনীত ‘লোকাল’ ঈদে মুক্তির ঘোষণা আসে গত শনিবার সন্ধ্যায়। ওই দিনই রাত ৯টায় প্রকাশিত হয় ছবিটির ট্রেলার। অ্যাকশন ও গানে জমজমাট ২ মিনিট ৪৫ সেকেন্ডের ট্রেলারটি সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলে। সোমবার রাত পর্যন্ত ছবির নায়িকা বুবলীর পেজেই ট্রেলারটিতে ২৫ হাজার প্রতিক্রিয়া, ১ হাজার ৭০০ মন্তব্য পড়েছে। এ সময়ের মধ্যে এটি দেখেছে ৪ লাখ ১৯ হাজার মানুষ। রোববার দুপুরে ছবিটির পরিচালক সাইফ চন্দন বলেন, ‘শেষ মুহূর্তে এসে ছবিটি ঈদুল ফিতরে মুক্তির ঘোষণা দিয়েছি। তাই একটু চিন্তাতেই ছিলাম। কিন্তু ট্রেলার আমাদের ধারণা পাল্টে দিয়েছে। ট্রেলার থেকে যে সাড়া পাচ্ছি, তাতে ঈদে ‘লোকাল’ দর্শকের ছন্দের তালিকায় উঠে আসতে পারে।’

ঈদে মুক্তির তালিকায় থাকা ‘আদম’ অ্যাকশন ঘরানার বাইরের ছবি। এর ট্রেলার দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করেছে। ট্রেলারটিতে ইয়াশ রোহান ও ঐশীর টুকরা টুকরা দৃশ্য, সংলাপ দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। ‘আদম’ সিনেমার পরিচালক তাওহীদ হিরণ বলেন, ‘এ পর্যন্ত আমরা ট্রেলার ও একটি গান ছেড়েছি। দর্শকদের সাড়াও পাচ্ছি। এবারের ঈদের তালিকায় থাকা ছবিগুলো অ্যাকশন ঘরানার। ‘আদম’ অফ ট্র্যাকের ছবি। অ্যাকশনের ভিড়ে এই ছবি আলাদা করে দর্শকদের ভাবাতে পারে।’

‘লাল শাড়ি’ সিনেমার গানের দৃশ্য
ছবি : সংগৃহীত

ঈদে মুক্তির তালিকায় থাকা ‘শত্রু’ ছবির শিল্পীরাও প্রচার শুরু করেছেন। ‘শত্রু’ ছবির নায়িকা জাহারা মিতু রোববার দুপুরে একটি পোস্টার শেয়ার করে জানিয়েছেন, আসছে ‘প্রিয়া রে প্রিয়া’ শিরোনামের একটি গান।
ঈদে মুক্তির তালিকায় থাকা ‘প্রেম প্রীতির বন্ধন’–এরও প্রচার শুরু হয়েছে।