পাঁচজন চিহ্নিত,পাইরেসিতে জড়িতদের সম্পর্কে পুলিশকে বিস্তরিত জানাল ‘সুড়ঙ্গ’ টিম

অভিযোগ গ্রহণ করে এই অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদফেসবুক থেকে

পাইরেসি ও সাইবার বুলিংয়ের অভিযোগ নিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসে গেলেন ‘সুড়ঙ্গ’ ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল, পরিচালক রায়হান রাফী ও দুই অভিনয়শিল্পী আফরান নিশো, তমা মির্জা। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে তাঁরা অভিযোগপত্র দেন। অভিযোগ গ্রহণ করে এই অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ।

‘সুড়ঙ্গ’ সিনেমার পোস্টার
ছবি: ফেসবুক

দেশের প্রেক্ষাগৃহে ‘সুড়ঙ্গ’ ঝড় এখনো থামেনি। দেশের বাইরেও প্রশংসিত হচ্ছে রায়হান রাফীর এ ছবিটি। এরই মধ্যে গত মঙ্গলবার কে বা কারা ছবিটি পাইরেসি করে ফেসবুক, ইউটিউবসহ অনলাইনের একাধিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এতে ছবিটি ক্ষতির সম্মুখীন হতে পারে আশঙ্কায় জড়িতদের খুঁজে বের করতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা অফিসে অভিযোগ দিয়েছে ‘সুড়ঙ্গ’ টিম।

এ ব্যাপারে ছবির অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল বিকেল পাঁচটার দিকে প্রথম আলোকে বলেন, ‘যখন এটি পাইরেসি হয়, প্রথম দিকে আমরা প্রায় দু-তিন শর মতো পাইরেসি কপি ডিজিটালি ডিলিট করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। এখন পর্যন্ত

‘সুড়ঙ্গ’ ছবিতে আফরান নিশো
ভিডিও থেকে

আমাদের টিম কাজ করছে। বিশেষ করে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি এটি রোধ করতে বড় ভূমিকা পালন করছে। তারপরও পুরোপুরি এটি বন্ধ করা যায়নি। পরে আমরা বাধ্য হয়ে আইনের আশ্রয় নিতে ডিবিপ্রধানের কার্যালয়ে অভিযোগ করেছি। এই অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য ডিবিপ্রধান আমাদের আশ্বস্ত করেছেন। জড়িতদের দ্রুত ধরতে তার টিমকে নির্দেশনা দিয়েছেন।’

অভিযোগপত্রে পাঁচজনের নাম-ঠিকানা দেওয়ার কথা বলেছেন ওই প্রযোজক, ‘এই অপরাধ চক্রের সঙ্গে জড়িত প্রাথমিকভাবে পাঁচজনকে চিহ্নিত করতে পেরেছি। অভিযোগে তাদের সম্পর্কে বিস্তারিত দিয়েছি। এর বাইরে যারা এই পাইরেসি কপি অনলাইনে আপ করে, শেয়ার করে প্রোমোট করছে, তাদের বিরুদ্ধেও আইনিব্যবস্থা নেবে গোয়েন্দা পুলিশ। এ ছাড়া অভিযোগ দেওয়ার পর থেকে যারাই এই পাইরেসি কপি বিভিন্ন প্ল্যাটফর্মে আপ করবে, শেয়ার করবে, তাদের বিরুদ্ধেও পুলিশ ব্যবস্থা নেবে।’

আরও পড়ুন

মহানগর অতিরিক্ত পুলিশ কমিশনারকে (ডিবি) ধন্যবাদ জানিয়ে এই প্রযোজক বলেন, ‘ডিবিপ্রধানকে ধন্যবাদ। তিনি আমাদের সময় দিয়েছেন। অত্যন্ত আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন। এর বিহিত করতে তিনি আশ্বাসও দিয়েছেন। এর আগে এই ধরনের অপরাধমূলক কার্যক্রমে দ্রুত পদক্ষেপ নেওয়ার খবর আমরা দেখেছি ডিবি পুলিশের। সেই বিশ্বাস থেকেই সেখানে গিয়েছিলাম, আশা করছি দ্রুত এর ফল পাব আমরা।’

আরও পড়ুন