‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ এবং ‘প্রহেলিকা’ নিয়ে ঢাকাই ছবির বিশ্বযাত্রা

‘সুড়ঙ্গ’ ছবিতে তমা মির্জা ও আফরান নিশো
ছবি : চরকির সৌজন্যে

বাংলাদেশে নির্মিত সিনেমা আগেও বিদেশে মুক্তি পেয়েছে। তবে প্রবাসীদের মধ্যে দল বেঁধে দেশি ছবি দেখার চল গত বছর থেকে শুরু হয়েছে। সেবার দেশের বাইরেও সাড়া ফেলে ‘পরাণ’ ও ‘হাওয়া’। এক বছর পর আবারও বাংলা সিনেমা নিয়ে বিদেশে মাতামাতির খবর আসছে। এবার পরিধি আরও বেড়েছে, এই প্রথম সৌদি আরবেও মুক্তি পাচ্ছে দেশি সিনেমা। এ ছাড়া ভারতের একটি প্রযোজনা সংস্থা নিজেদের আগ্রহেই বাংলাদেশি সিনেমা তাঁদের দেশে মুক্তি দিচ্ছে।
ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ এরই মধ্যে দেশের বাইরে মুক্তি পেয়েছে। আগস্টের শুরুতে মুক্তি পেতে যাচ্ছে প্রহেলিকা।

আরও পড়ুন

শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেয়েছে ৭ জুলাই। প্রথম সপ্তাহে ছবিটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়াসহ ১৮টি অঙ্গরাজ্যের ৩৭টি ও কানাডার বিভিন্ন শহরের ৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে এসে নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স, কানাডার টরন্টো থিয়েটার হলসহ মোট ৫টি প্রেক্ষাগৃহে চলছে প্রিয়তমা। ২৮ জুলাই কানাডার আরও কয়েকটি হলে মুক্তির কথা রয়েছে।

হিমেল আশরাফ পরিচালিত ছবিটি বাইরে পরিবেশন করছে স্বপ্ন স্কেয়ারক্রো। এর বাংলাদেশি প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন জানালেন, বিশ্বব্যাপী ‘ইন্ডিয়ানা জোন্স’, ‘মিশন: ইম্পসিবল’ ইত্যাদি হলিউডের বড় বড় বাজেটের ছবির প্রদর্শনী চলছে। ২১ জুলাই ‘বার্বি’’ মুক্তি পাবে।

‘প্রিয়তমা’ সিনেমার দৃশ্য
ফেসবুক থেকে

এ কারণে প্রবাসীদের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও বাংলা সিনেমার জন্য হল পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। এরপরও যতগুলো থিয়েটার হলে ‘প্রিয়তমা’ মুক্তি দেওয়া সম্ভব হয়েছে, সব কটি থিয়েটারেই ঈদের আমেজ নিয়ে ছবিটি দেখছেন প্রবাসীরা। বাংলাদেশের কোনো ছবির হাইপ উঠলে, সেই ছবি দেশের বাইরে ভালো চলে। এ ছবির ক্ষেত্রেও তেমনটিই হয়েছে।

আরও পড়ুন

সৈকত সালাহউদ্দিন আরও জানান, এর আগে গত বছর পাঁচ সপ্তাহে হাওয়া ছবিটির ৩ লাখ ৫৮ হাজার ডলারের টিকিট বিক্রি হয়েছিল। এবার প্রথম সাত দিনেই ‘প্রিয়তমা’র ৮৪ হাজার ডলার গ্রস সেল হয়েছে। ‘হাওয়া’র রেকর্ডও ভেঙে দিতে পারে ছবিটি।
যুক্তরাষ্ট্রে ২১ জুলাই মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’। ছবিটির যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশক বায়োস্কোপ ফিল্ম। গত সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক থেকে হোয়াটসঅ্যাপে এর কর্ণধার রাজ হামিদ জানান, ২১ জুলাই প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে ৫৩টি থিয়েটারে এবং ২৮ জুলাই যুক্তরাষ্ট্রের ২৮টি অঙ্গরাজ্যের ১০৪টি থিয়েটার হলে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’। পাশাপাশি একই দিন কানাডার ১২টি শহরের ১৫টি প্রেক্ষাগৃহেও ছবিটি মুক্তি পাবে। এ ছাড়া আগস্টের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, সৌদি আরব, কুয়েত, ওমানসহ বিভিন্ন শহরে ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে আরবি ভাষায় ছবিটির সাবটাইটেলও করা হয়েছে।

রাজ হামিদ বলেন, ‘প্রবাসীরা ছবিটি দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। এরই মধ্যে নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে তিন দিনের শোর টিকিট সোল্ড আউট। মুক্তির আগে আগে আরও আগাম টিকিট বিক্রির আশা করছি। দেশের বাইরে এক থিয়েটারে হলিউডের ছবি চলছে, পাশের থিয়েটারে বাংলা সিনেমার পোস্টার ঝুলছে, শো হাউসফুল হচ্ছে, অন্য রকমের ভালো লাগা কাজ করে। পশ্চিমবঙ্গের দর্শকেরাও আমাদের ছবি দেখতে আসেন। দিন দিন বাণিজ্যিকভাবে বাংলা সিনেমা বিশ্ব সিনেমার কাতারে চলে যাচ্ছে।’

‘প্রহেলিকা’ ছবির শুটিংয়ে মাহফুজ আহমেদ ও বুবলী
পরিচালকের সৌজন্যে

এদিকে অস্ট্রেলিয়ার সিডনিতে ‘সুড়ঙ্গ’র প্রিমিয়ার হয় ৭ জুলাই। ৯ জুলাই সিডনি, ক্যানবেরাসহ সাত শহরের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। ৩০ জুলাই নিউজিল্যান্ডে তিনটি প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি চলছে। রায়হান রাফী পরিচালিত ছবিটি সেখানে পরিবেশন করছে বঙ্গজ ফিল্মস। এর প্রতিষ্ঠাতা তানিম মান্নান অস্ট্রেলিয়া থেকে গত সোমবার সন্ধ্যায় হোয়াটসঅ্যাপে জানান, ‘আমি ২০১৬ সাল থেকে এখানে বাংলা সিনেমা পরিবেশন করে আসছি। সাধারণত বাংলাদেশে যে ছবিগুলোর হাইপ তৈরি হয়, সেই ছবিগুলোই প্রবাসীদের মধ্যে আগ্রহ তৈরি করে। যতগুলো ছবি এনেছি, তার মধ্যে গত বছর “পরাণ”–এর টিকিট বিক্রি হয়েছিল সবচেয়ে বেশি। এবার প্রবাসীদের আগ্রহ দেখে মনে হচ্ছে সুড়ঙ্গ সেই রেকর্ড ভেঙে দেবে।’

সৈকত সালাহউদ্দিনের মতো তিনিও বললেন, বহুপ্রতীক্ষিত সব হলিউড ছবির কারণে সব জায়গায় ছবিটি চালাতে পারছেন না তাঁরা। এই কর্মকর্তা মনে করেন, দিন দিন যে পরিবেশ তৈরি হচ্ছে, তাতে দেশে সমৃদ্ধ ছবি তৈরি হলে বিশ্বব্যাপী বাংলা সিনেমার বিস্তার সহজ হবে। প্রযোজকেরা দেশের বাইরে থেকেও বড় অঙ্কের আয় করতে পারবেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে একই দিনে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের শহরের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সুড়ঙ্গ। ছবির অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল প্রথম আলোকে বলেছেন, ‘সেন্সর হয়ে গেছে। ভারতে মুক্তির জন্য দুই দেশের আনুষ্ঠানিকতাও শেষ করেছি। ২১ জুলাই ওখানে মুক্তি পাচ্ছে।’ এই প্রযোজকের ভাষ্যে, ‘পশ্চিমবঙ্গে নিশোর বড় একটি ভক্তশ্রেণি আছে। তাঁকে প্রথম বড় পর্দায় দেখতে তুমুল আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন সেখানকার দর্শক।’ ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মের ব্যানারে ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে।

আরও পড়ুন

আগামী ৫ আগস্ট অস্ট্রেলিয়ার সিডনি, ক্যানবেরা, মেলবোর্নসহ ছয়টি শহরে একাধিক থিয়েটারে মুক্তি পাচ্ছে ‘প্রহেলিকা’। মাহফুজ আহমেদ ও বুবলী অভিনীত ছবিটি আগস্টের শেষে নিউজিল্যান্ডে মুক্তি পাবে। চয়নিকা চৌধুরী পরিচালিত ছবিটি এই দুই দেশে যৌথভাবে পরিবেশন করছে দেশি ইভেন্টস ও পথ প্রোডাকশনস। দেশি ইভেন্টসের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ ফয়েজ বলেন, ‘৫ আগস্ট ছয়টি শহরে ছবিটি মুক্তি দিচ্ছি। দ্বিতীয় সপ্তাহে আরও ১০-১২টি থিয়েটার বাড়ানোর চেষ্টা করছি। এখানে এখন “সুড়ঙ্গ” চলছে। ভালো চলছে।’

সিডনিতে ‘সুড়ঙ্গ’ দেখতে ভিড়। ছবি: প্রথম আলো
আরও পড়ুন

ঢাকাই ছবির বিশ্বযাত্রা প্রসঙ্গে গুণী নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ বলেন, ‘আমার অভিজ্ঞতা বলে, ঢাকার প্রেক্ষাগৃহে যে ছবি হাততালি পাবে, বাজিতপুর গ্রামেও সেটা পাবে। বাঙালি দর্শক পৃথিবীর যেখানেই থাকুক, সেখানেই পাবে। কারণ, বাঙালিরা একই সুতায় গাঁথা। দেশে ও দেশের বাইরে ঈদের যে ছবিগুলো নিয়ে আলোচনা চলছে, সেগুলো আমি সেন্সর বোর্ডে দেখেছি। তরুণ নির্মাতাদের সুনির্মিত কাজ। এই নির্মাতারা নতুনভাবে সিনেমার পথ দেখাচ্ছে। আগেও দেশের সিনেমা যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে পরিবেশন করা হতো। চলত না। এখনকার ছবি চলছে। এর কারণ, এখন ছবির উপকরণে পরিবর্তন হয়েছে। তরুণদের হাত ধরে বাংলা সিনেমার সুনাম বাইরেও ছড়িয়ে পড়ছে।’

আরও পড়ুন