‘আমার বয়স বাড়ে না’

আইরিন সুলতানা। ছবি: শিল্পীর সৌজন্যে

‘আপনাকে এক দশক আগে যে রকম দেখেছি, এখনো আপনি তেমনই’ পছন্দের মানুষ ও সহকর্মীদের কাছে এ কথা নাকি নিয়মিতই শুনতে হয় আইরিন সুলতানাকে। তাই এমন প্রশ্ন শুনে হেসে এই অভিনেত্রী বলেন, ‘আমি বয়স ফ্রেমে বন্দী করে ফেলেছি। আমার বয়স বাড়ে না। বয়সকে আটকে ফেলেছি। এ জন্য শুকরিয়া।’ হাসি যেন তখনো শেষ হয় না।

আইরিন সুলতানা। ছবি: শিল্পীর সৌজন্যে

এই অভিনেত্রী বলতে থাকেন, ‘আমি ফ্রি হ্যান্ড এক্সসারসাইজ করি। আমি কখনোই সেইভাবে জিম করি না। কিন্তু নিয়মিত ডায়েট মেনটেইন করি। যে কারণে আমার ফিটনেস হয়তো ধরে রাখতে পেরেছি। এ ছাড়া কখন কোনো সিনেমার গল্পের প্রস্তাব আসে, শুটিং শুরু করতে হয়। কিছু কাজের কথা বলা আছে। যে কারণে লুকটা ধরে রাখার প্রয়োজনে নিয়মিত নিজের যত্ন নিই।’

এক দশক আগের একটি ছবিতে আইরিন। ছবি: শিল্পীর সৌজন্যে

গতকাল সোমবার থেকে আইরিন ‘কফি গার্ল’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার শুটিং করছেন। ঢাকার উত্তরায় চলছে তাঁর শুটিং। এটি পরিচালনা করছেন ইভান মনোয়ার। এই অভিনেত্রী জানান, সিনেমার নায়িকা হলেও গল্প পছন্দ হলে যেকোনো গল্পেই তিনি নাম লেখাতে চান। ‘কফি গার্ল’ কেন করছেন, এমন প্রশ্নে আইরিন বলেন, ‘গল্পটা আমার অনেক পছন্দ হয়েছে। এই গল্পের মধ্যে দিয়ে একজন নারীর সংগ্রাম দেখানো হয়েছে। একটা নারীর এগিয়ে যাওয়ার গল্প। একটা মেয়ের চড়াই–উতরাই কাছ থেকে দেখার গল্প।’

আইরিন। ছবি: শিল্পীর সৌজন্যে

এর আগে আইরিন জানিয়েছিলেন যে তাঁর সিনেমায় নাম লেখানোর কথা রয়েছে। সে প্রসঙ্গে জানতে চাইতেই আইরিন বলেন, ‘সিনেমার কথা আর না বলি। এখন আগের চেয়ে অনেক বেশি ম্যাচিউর হয়েছি। এখন কেন, সেই আগের মতোই কোনো গল্প পেলে করব। যেটা আমার সঙ্গে যায় না, আমার পছন্দ না হলে আর নাম লেখাতে চাই না।’

আইরিন জানান, তিনি ভালো গল্প ও চরিত্রের জন্য নিজের সবটা দিয়ে চেষ্টা করতে চান। কিন্তু আফসোস, ভালো গল্প হাতে পাচ্ছেন না। ‘যে চরিত্র আমার কাছে পুরোনো মনে হয়, নতুনত্ব থাকে না, গৎবাঁধা কাজ, প্রোডাকশন ডিজাইন যখন পছন্দ হয় না, তখন সব শুনে মনটাই খারাপ হয়ে যায়। একটু ভালো গল্পের অপেক্ষায় আছি। এখন আবার শুটিং নিয়ে কোনো কিছু আগেই বলা যায় না। সময় হলেই জানাব,’ বলেন আইরিন।

আরও পড়ুন