বাবার সঙ্গে ছেলের ছবি প্রকাশ করলেই ‘অস্বস্তি’, কেন বললেন অপু বিশ্বাস

ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে বাবা শাকিব খান ও মা অপু বিশ্বাসছবি : অপু বিশ্বাসের ফেসবুক থেকে

চিত্রনায়ক বাবা শাকিব খান অবসরে সন্তানদের সঙ্গে কাটাতে পছন্দ করেন। দুই সন্তানকে নিয়ে বাবা হিসেবে তাঁর ভালোবাসার কখনো কমতি থাকে না। সেগুলো ফুটে ওঠে সন্তানদের সঙ্গে কাটানো ছবি বা ভিডিও চিত্রে। শাকিব খানের সঙ্গে তাঁর সন্তানদের পারিবারিক বিভিন্ন মুহূর্ত প্রকাশে যেন সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে চলে অলিখিত প্রতিযোগিতা। দুজনের এসব কর্মকাণ্ডে বিরক্ত তাঁদের অনেক ভক্ত–শুভাকাঙ্ক্ষী। গতকাল রোববার বাবা দিবসেও দেখা গেছে অপু–বুবলীকে তাঁদের সন্তানদের সঙ্গে বাবা শাকিবের সঙ্গে ভিডিও পোস্ট করতে। এদিন রাতে অপু বিশ্বাস ফেসবুকে আরেকটি পোস্ট করেন, সেখানে তিনি বুবলীর প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন।

অপু বিশ্বাস ও শাকিব খান
কোলাজ : প্রথম আলো

অপু বিশ্বাস তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আমার সম্পর্ক, আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে। সেখানে লুকোচুরি নেই, নাটক করার কিছু নেই। আমার ছেলের জন্য সময় দিই, তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি—এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য। এটিকে ঘিরে কারও “অস্বস্তি” তৈরি হলে, সেটার দায় আমার নয়।’

বিনোদন অঙ্গনের ব্যস্ততা, ক্যামেরার ঝলকানি, নানা রকম আলোচনা-সমালোচনার মধ্যেও একজন মা হিসেবে নিজের ছেলেকে সময় দিতে ভুল করেন না জানালেন অপু বিশ্বাস। নিজেকে অভিনেত্রী ও উদ্যোক্তা হিসেবে সফল দাবি করে অপু ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে চলমান ‘অপ্রয়োজনীয় প্রতিযোগিতা’র বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করলেন।

আরও পড়ুন
ছেলে জয়ের সঙ্গে শাকিব খান। ছবি: সংগৃহীত

অপু বিশ্বাস লিখেছেন, ‘আমি একজন মা, একজন অভিনেত্রী, একজন উদ্যোক্তা। আমার অনেক দায়িত্ব, অনেক ব্যস্ততা। ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই—হাজারো কাজ, পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা। আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না।’

ফেসবুক পোস্টের একেবারে শেষে অপু বিশ্বাস লিখেছেন, ‘সম্মান নিজে অর্জন করতে হয়, অন্যকে ছোট করে নয়। এখন থেকে আমি শুধু নিজের কাজ, নিজের ছেলে, নিজের ভক্তদের সময় দিতে চাই। কারও সাথে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি। যাঁরা আমাকে ভালোবাসেন, পাশে থাকেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না। আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারও সঙ্গে পা মেলাতে রাজিও নই।’

আরও পড়ুন

শাকিব খান ও সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে অপু বিশ্বাসের সেই ফেসবুক পোস্টে ১২ ঘণ্টায় ২০ হাজারের বেশি মন্তব্য এসেছে, শেয়ার হয়েছে এক হাজারের বেশি এবং রিঅ্যাকশন পড়েছে দেড় লাখের মতো।