দুই মাসে দুই দেশে মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলাফেসবুক থেকে

বছরখানেক আগে কলকাতায় মুক্তি পায় রাফিয়াত রশীদ মিথিলা অভিনীত ‘মায়া’। এই ছবি দিয়ে পশ্চিমবঙ্গের সিনেমায় অভিষেক হয় বাংলাদেশি এই মডেল-অভিনেত্রীর। এবার কলকাতায় তাঁর দ্বিতীয় ছবি মুক্তি পেতে যাচ্ছে চলতি মাসে। এ ছাড়া আগামী মাসেই মিথিলার নতুন সিনেমা মুক্তি পাবে বাংলাদেশে।

আরও পড়ুন

২৯ মার্চ মাল্টিপ্লেক্সসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ও অভাগী ছবিটি। অনির্বাণ চক্রবর্তী পরিচালিত ছবিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’-এর ছায়া অবলম্বনে তৈরি হয়েছে।

‘ও অভাগী’ সিনেমায় মিথিলা। ভিডিও থেকে

এর আগে কলকাতায় মিথিলার প্রথম সিনেমা ‘মায়া’ও তৈরি হয়েছিল সাহিত্য অবলম্বনে। সেটি তৈরি হয় উইলিয়াম শেক্‌সপিয়ারের ‘ম্যাকবেথ’-এর প্রেরণায়। এরই মধ্যে ‘ও অভাগী’ মুক্তি উপলক্ষে পোস্টার প্রকাশিত হয়েছে। এসেছে গানও। মিথিলা জানান, ছবি মুক্তির আগে আগে পর্যায়ক্রমে টিজার ও ট্রেলার আসবে।

‘ও অভাগী’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। মুঠোফোনে প্রথম আলোকে মিথিলা বলেন, ‘এ পর্যন্ত কলকাতার চারটি ছবিতে অভিনয় করেছি। এর মধ্যে তিনটি ছবিতেই নামভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়েছি। “মায়া” গত বছরের জুলাইয়ে মুক্তি পায়। ২৯ মার্চ ‘ও অভাগী’ মুক্তি পাবে। মেঘলা নামে আরেকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমাটিতে মেঘলা চরিত্রে অভিনয় করেছি। কলকাতার ছবিগুলোতে এ ধরনের চরিত্রে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য খুবই সম্মানের, গর্বের।’

‘ও অভাগী’ ছবিটি নিয়ে প্রত্যাশা কেমন? জানতে চাইলে মিথিলা বলেন, ‘অভিনেত্রী হিসেবে আমি তো কলকাতায় নতুন। মাত্র একটি ছবি মুক্তি পেয়েছে। মুক্তির দিক দিয়ে ও অভাগী হবে দ্বিতীয়। এই ছবিতে যে চরিত্রে অভিনয় করেছি, এটি আমার জন্য একেবারই নতুন অভিজ্ঞতা। নতুন এক মিথিলাকে দেখা যাবে। আমিও সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজটি করেছি। তাই ছবিটি নিয়ে প্রত্যাশাও বেশ ভালো।’

মিথিলা। ছবি : চরকি

সিনেমাটিতে মিথিলা ছাড়াও অভিনয় করেছেন সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায়সহ আরও অনেকে।

সিনেমাটি নিয়ে পশ্চিমবঙ্গের গণমাধ্যম আজতক-কে পরিচালক অনির্বাণ বলেন, ‘ছোটবেলা থেকেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যেকোনো লেখা পড়েই মনে হতো যেন সিনেমা দেখছি। বড় হয়ে মনে হলো, সিনেমা বানানো উচিত। মাত্র একটা লাইনেই অনেকগুলো দৃশ্যের কনটেন্ট পাওয়া যায় তাঁর লেখায়। এই লেখায় ষাট-সত্তরের দশকের গ্রাম্য সমাজের কুৎসিত দিকগুলোর আসল রূপ তুলে ধরা হয়েছে। মূল গল্পকে বিকৃত না করে নতুন কিছু দেওয়াই আসল চ্যালেঞ্জ।’ কেবল অভিনয়ে নয়, ‘ও অভাগী’র গানেও পাওয়া যাবে বাংলাদেশের শিল্পীকে। একটি গানে কণ্ঠ দিয়েছেন কোক স্টুডিও বাংলা দিয়ে পরিচিতি পাওয়া শিল্পী অনিমেষ রায়।

এদিকে বাংলাদেশে ঈদে মুক্তি পাওয়ার কথা মিথিলা অভিনীত গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’।

মিথিলা ও মন্দিরা—‘কাজলরেখা’ ছবিতে এভাবেই দেখা যাবে এ দুই অভিনয়শিল্পীকে
‘কাজলরেখা’ ফেসবুকে পেজ

এ ছবিতে কঙ্কণ দাসী চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। অল্প সময়ের ব্যবধানে দুই দেশের প্রেক্ষাগৃহে দুটি ভিন্ন স্বাদের সিনেমায় পাওয়া যাবে মিথিলাকে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘পরপর দুই মাসে দুই দেশে আমার দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। এটি আমার জন্য সুখের। দুই ছবি দুই ধরনের গল্পে তৈরি। ভিন্ন ভিন্ন স্বাদে সিনেমা দুটি উপভোগ করতে পারবেন দর্শকেরা।’

এদিকে ‘ও অভাগী’ ছবি মুক্তির সময় প্রচারণায় থাকতে পারছেন না বলে জানালেন মিথিলা। অফিসের কাজে দক্ষিণ আফ্রিকায় থাকবেন তিনি। তবে পবিত্র ঈদুল ফিতরে কাজলরেখা মুক্তির সময় দেশেই থাকবেন। ছবির প্রচারণায় অংশ নেবেন তিনি। ‘কাজলরেখা’য় আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, শরীফুল রাজ, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মান প্রমুখ। মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ অবলম্বনে এটি পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য ও সংলাপ বিন্যাস করেছেন গিয়াস উদ্দিন সেলিম। তিনি বলেন, বাঙালির চিরায়ত ঐতিহ্যের সঙ্গে মিশে আছে ‘কাজলরেখা’।