‘হাওয়া’ ঝড়ে উড়ে গেল ‘থর’

একসঙ্গে চারটি সিনেমা হল নিয়ে চালু হয়েছে ‘লায়ন সিনেমাস’

মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’র দাপটে টিকতে পারল না বহুল আলোচিত সুপারহিরো ছবি ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’। গতকাল রোববার বুড়িগঙ্গার ওপারের মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাস থেকে ‘থর’-এর প্রদর্শনী বন্ধ রাখা হয়েছে। ‘থর’-এর বদলে ‘হাওয়া’র বাড়তি শো চলছে হলটিতে। খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন লায়ন সিনেমাসের ব্যবস্থাপনা পরিচালক মির্জা আবদুল খালেক।

হাওয়া সিনেমায় চান মাঝি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী
ছবি: সংগৃহীত

গত শুক্রবার লায়ন সিনেমাসের মুক্তি পায় ‘হাওয়া’। হলটির চারটি স্ক্রিনে প্রতিদিন নয়টি করে শো বরাদ্দ ছিল সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির জন্য। অন্যদিকে হলিউডের ক্রিস হেমসওয়ার্থের ছবির তিনটি করে শো চলছিল। রোববার জানানো হলো ‘থর’-এর তিন শো বন্ধ করে ‘হাওয়া’র বাড়তি শো চালানো হচ্ছে।

‘হাওয়া’য় নাজিফা তুষি
ছবি : সংগৃহীত

সিনেপ্লেক্সটির ব্যবস্থাপনা পরিচালক জানান, ‘হাওয়া’র দর্শক বেশি হওয়ার কারণে লায়নসের থ্রিডি হলে তিনটি বিশেষ শো বাড়িয়ে দিয়েছেন তাঁরা । তাই ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ আপাতত চালানো হচ্ছে না। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ‘থর’ প্রদর্শনী বন্ধ থাকবে।হলটির প্রযুক্তি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ‘মুক্তির আগে থেকেই “হাওয়া”র আগাম টিকিট বিক্রি হচ্ছে। মুক্তির পর ছবির সাড়া আরও বাড়ছে। নয়টি শো দিয়ে প্রদর্শনী শুরু হয়েছিল। আজ থেকে ১২টি শো চলছে।’

ছবি মুক্তির আগে প্রচারণায় ‘হাওয়া’ টিম
ছবি : সংগৃহীত

‘হাওয়া’য় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নাজিফা তুষি, নাসির উদ্দিন, সোহেল মণ্ডল প্রমুখ। মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে যৌথভাবে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ণ সাহেদ ধীমান ও জাহিন ফারুক আমিন।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন