চা আর ঝরনার রাজ্যে মিম, রইল ১০টি ছবি

বিদ্যা সিনহা মিমের যেন পায়ের তলায় শর্ষে। একটু ফুরসত মিললেই বেরিয়ে পড়েন। পবিত্র ঈদুল ফিতরে পরিবারের সঙ্গে গিয়েছিলেন থাইল্যান্ড। এবারের ঈদে স্বামী সনি পোদ্দারকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন শ্রীলঙ্কা। বেড়ানোর বেশ কয়েকটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক মিম সম্পর্কে কিছু তথ্য-

১ / ১০
শ্রীলঙ্কা সফরে মিম ঘুরে বেড়িয়েছেন সমুদ্রসৈকত, পাহাড় থেকে জঙ্গলে। অভিনেত্রীর ফেসবুক থেকে
২ / ১০
গতকাল রাতে পোস্ট করেছেন চা–বাগানে ঘুরে বেড়ানোর ছবি। অভিনেত্রীর ফেসবুক থেকে
৩ / ১০
এই সফরে তাঁর সঙ্গী স্বামী সনি পোদ্দার। অভিনেত্রীর ফেসবুক থেকে
৪ / ১০
তাঁর ছবিগুলো বেশ পছন্দ করেছেন ভক্ত-অনুসারীরা। ছবিগুলোতে প্রতিক্রিয়া এসেছে প্রায় সাত হাজার। অভিনেত্রীর ফেসবুক থেকে
৫ / ১০
এই সফরে মিম আর সনি চেপেছিলেন শ্রীলঙ্কার ট্রেনে। দেশটির জনপ্রিয় শৈল শহর এলার এই ট্রেন সফর পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। অভিনেত্রীর ফেসবুক থেকে
৬ / ১০
ট্রেনে রোমান্টিক মুডে মিম ও সনি। অভিনেত্রীর ফেসবুক থেকে
৭ / ১০
অনেক দিন থেকেই বড় পর্দায় নেই মিমের সিনেমা। ২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘দামাল’ ছবিতে সর্বশেষ দেখা যায় তাঁকে। অভিনেত্রীর ফেসবুক থেকে
৮ / ১০
এরপর কেবল ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ‘মিশন হান্টডাউন্ট’-এ দেখা গেছে মিমকে। অভিনেত্রীর ফেসবুক থেকে
৯ / ১০
মিম জানিয়েছেন, ২০২২ সালে ‘পরাণ’ হিট হওয়ার পর অনেক ছবির প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু চিত্রনাট্য বা চরিত্র পছন্দ না হওয়ায় অনেক ছবিই ফিরিয়ে দেন তিনি। অভিনেত্রীর ফেসবুক থেকে
আরও পড়ুন
১০ / ১০
ওয়াহিদ তারেকের ‘দিগন্তে ফুলের আগুন’ ছবিতে পান্না কায়সারের চরিত্রে অভিনয় করেছেন মিম। ছবিটি আছে মুক্তির অপেক্ষায়। অভিনেত্রীর ফেসবুক থেকে