লুঙ্গি পরে সিনেমা দেখা প্রসঙ্গে দুঃখ প্রকাশ করল স্টার সিনেপ্লেক্স

পরিবারের সদস্যদের নিয়ে মিরপুর সনি স্কয়ার শাখায় ‘পরাণ’ ছবিটি দেখছেন সামান আলী সরকার

ঢাকায় ছেলের বাসায় বেড়াতে এসে সামান আলী সরকার রাজধানীর সনি স্কয়ারে গিয়েছিলেন ‘পরাণ’ সিনেমা দেখতে। কিন্তু লুঙ্গিপরা থাকায় সেই ব্যক্তির কাছে টিকিট বিক্রি করেনি সেই হল কর্তৃপক্ষ। পরে সেই ব্যক্তি সিনেমা না দেখেই বের হয়ে যান। সম্প্রতি ছবিসহ এমন একটি ভিডিও ভাইরাল হয়। এমন মানবিক ঘটনাটিতে কষ্ট পেয়েছেন ‘পরাণ’ টিমের তারকা ও কলাকুশলীরা। এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

এমন ঘটনায় ব্যথিত ‘পরাণ’ সিনেমার অভিনেতা শরীফুল রাজ, নায়িকা বিদ্যা সিনহা মিমসহ অনেকেই
কোলাজ

স্টার সিনেপ্লেক্স তাদের ফেসবুকে পেজে স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করে। লিখিত বিবৃতিতে তারা উল্লেখ করে, ‘স্টার সিনেপ্লেক্স পরিবারের পক্ষ থেকে আমরা জানাতে চাই, আমরা গ্রাহকদের সঙ্গে কোনো কিছুর ওপর ভিত্তি করে বৈষম্য করি না। আমাদের সংস্থায় এমন কোনো নিয়ম বা নীতি নেই। যা একজন ব্যক্তিকে লুঙ্গি পরার কারণে টিকিট কেনার অধিকারকে অস্বীকার করবে। আমরা জানাতে চাই, আমাদের সিনেমা হলে সবাই নিজেদের পছন্দের সিনেমা দেখার জন্য সব সময় স্বাগত।’

এই সময় তারা আরও উল্লেখ করে, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ঘটনাটি সম্ভবত একটি দুর্ভাগ্যজনক ভুল–বোঝাবুঝির ফলাফল। আমরা এই ঘটনাটি ঘটতে দেখে গভীরভাবে দুঃখিত এবং আমাদের নজরে আনার জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রতি কৃতজ্ঞ। আমরা, স্টার সিনেপ্লেক্স পরিবার, আমাদের গ্রাহকদের সেরা সিনেম্যাটিক অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই ভদ্রলোককে তাঁর পরিবারের সঙ্গে আমাদের সনি স্কয়ার শাখায় “পরাণ” দেখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই। এ ছাড়া আমরা এই ঘটনা তদন্ত করছি যেন ভবিষ্যতে এই ধরনের ভুল–বোঝাবুঝি না হয়।’
গতকাল বুধবার রাতে ফেসবুকে চলচ্চিত্রসংশ্লিষ্ট কিছু পেজ ও গ্রুপের মাধ্যমে জানা যায়, ঢাকার সনি সিনেমা হলে ‘পরাণ’ সিনেমা দেখতে যান লুঙ্গি পরিহিত এক ব্যক্তি। লুঙ্গি পরা থাকায় তাঁর কাছে টিকিট বিক্রি করেনি হল কর্তৃপক্ষ। এমন ঘটনার ভিডিও ফেসবুকে প্রকাশের পরেই নজরে পড়ে পরাণ সিনেমার পরিচালক রায়হান রাফি, নায়ক শরীফুল রাজ, নায়িকা বিদ্যা সিনহা মিমসহ অনেকে।

গত রাত থেকেই তাঁরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লোকটিকে খুঁজতে থাকেন একসঙ্গে ছবি দেখার জন্য। আজ তাঁর খোঁজ মেলে। তাঁর নাম আমান আলী। গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। ঢাকায় ছেলের মিরপুরের বাসায় বেড়াতে এসে সনি স্কয়ারে গিয়েছিলেন। তাঁর ছেলে শফি আলম প্রথম আলোকে বলেন, ‘আমার বাবা লুঙ্গি পরে সিনেমা হলে যাওয়ায় তাঁকে টিকিট দেওয়া হয়নি। আমরাও লুঙ্গি পরি, এমনটা কেন করা হবে? আমার বাবা আর সিনেমা দেখতে হলে যাবেন না। যদি “পরাণ” সিনেমার নায়ক-নায়িকা বাবাকে হলে নিয়ে সিনেমা দেখায়, তাহলে যাবেন।’

মিরপুর সনি স্কয়ার শাখায় স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন ও সামান আলী সরকার

জানা গেছে বৃহস্পতিবার স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সামান আলী সরকারকে ছবি দেখার আমন্ত্রণ জানায়। ফেসবুকে প্রকাশ করা এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন লিখেছেন, আমরা এরই মধ্যে উক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে উনাকে ও উনার পরিবারসহ স্টার সিনেপ্লেক্সে ছবি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি আমাদের কথা রেখেছেন ও আজ সন্ধ্যায় তিনি তার পরিবারসহ স্টার সিনেপ্লেক্সের মিরপুর সনি স্কয়ার শাখায় ‘পরাণ’ ছবিটি দেখছেন। সম্পূর্ণ স্টার সিনেপ্লেক্স পরিবারের পক্ষ থেকে সামান আলী সরকার এবং তাঁর পরিবারকে আমাদের শ্রদ্ধা ও শুভেচ্ছা আপনাকে খুশি করতে পেরে আমরা আনন্দিত।’

আরও পড়ুন
আরও পড়ুন