আগের রাতে থানায়, পরদিন ডিবি কার্যালয়ে অপু

আগের দিন রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় গিয়েছিলেন ঢালিউড তারকা অপু বিশ্বাস। সেখানে তিনি মিনিট ত্রিশেক ছিলেন। এরপর বসুন্ধরার বাসায় ফেরেন। পরদিন দুপুরে অপু বিশ্বাস যান ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে।

অপু বিশ্বাস
ছবি : ফেসবুক

আগের দিন থানায় এবং পরদিন ডিবি কার্যালয়ে যাওয়ার বিষয়টিতে রহস্য দানা বেঁধেছে। তবে অপু বিশ্বাস জানালেন, থানার বিষয়টি ছিল ‘সৌজন্য সাক্ষাৎ’। এদিকে অপুর ঘনিষ্ঠজনের কাছ থেকে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের জটিলতা নিয়ে আইনি সহায়তা চাইতে থানা ও ডিবি কার্যালয়ে গেছেন তিনি।

আরও পড়ুন

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে ফতুল্লা থানায় যান অপু বিশ্বাস। এ সময় তাঁর সঙ্গে আরও দুজন ছিলেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়ার সঙ্গে আলাপচারিতা শেষে ফিরে আসেন। গণমাধ্যমকে অপু বিশ্বাস বলেন, ‘যেহেতু আমার “লাল শাড়ি” সিনেমাটি নারায়ণগঞ্জে চলছে। সেহেতু ফতুল্লা থানায় একটু গিয়েছিলাম। এটা সৌজন্য সাক্ষাৎই বটে।’

আরও পড়ুন

‘লাল শাড়ি’ সিনেমাটি কেমন চলছে, জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘আমি তো সবার মতো বলতে পারি না ফাটায় ফেলছে। তবে গড়পড়তা ভালো চলছে। এটাই আমার কাছে যথেষ্ট।’ এই ছবিতে অপুর বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। ডিবি কার্যালয়ে যাওয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি অপু বিশ্বাস। তবে অপুর ঘনিষ্ঠ সূত্রটি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক, মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে গিয়েছেন অপু বিশ্বাস।

আরও পড়ুন
অপু বিশ্বাস
ছবি: অপু বিশ্বাসের ফেসবুক পেজ থেকে

সম্প্রতি সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ঘুরে এসেছেন অপু বিশ্বাস। সেখানে আগে থেকেই ছিলেন জয়ের বাবা শাকিব খান। তারপর শাকিব ও অপু বিশ্বাস দুজনেই তাঁদের সন্তান জয়কে সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার চেষ্টা করেন। শাকিব খানের সঙ্গে ২০১৭ সালের নভেম্বরে অপু বিশ্বাসের সংসারজীবনের ইতি ঘটে। আইনজীবীর মাধ্যমে তাঁদের বিচ্ছেদ ঘটে।

আরও পড়ুন