নিউইয়র্ক থেকে ঢাকায় ফিরে আবার কলকাতায় উড়াল দিলেন অপু

সেলফিতে অপু বিশ্বাসঅপুর ফেসবুক পেজ থেকে

একটি অনুষ্ঠানে অংশ নিতে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান ঢালিউড তারকা অপু বিশ্বাস। সঙ্গী হিসেবে ছিল তাঁর সাত বছর বয়সী সন্তান আব্রাহাম খান জয়। ২ জুলাই থেকে নিউইয়র্কে ছিলেন জয়ের বাবা ঢালিউড সুপারস্টার শাকিব খান। এরপর সন্তানকে নিয়ে শাকিব খান ও তাঁর সাবেক স্ত্রী অপু বিশ্বাস দুজনই যুক্তরাষ্ট্রের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ান। বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে দুজনের এটিই ছিল দেশের বাইরে প্রথম ঘুরে বেড়ানো। সন্তানের কথা ভেবে দুজনে সেখানকার বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন। চেষ্টা করেছেন সন্তানকে সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার। যুক্তরাষ্ট্রে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে গতকাল বৃহস্পতিবার জয়কে নিয়ে ঢাকায় ফিরেছেন অপু বিশ্বাস। পরদিন তাঁকে আবার দেখা গেল বিমানবন্দরে, পরিচালক বন্ধন বিশ্বাসের তোলা সেলফিতে।
আজ শুক্রবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা দুটি সেলফি পোস্ট করেন পরিচালক বন্ধন বিশ্বাস। ক্যাপশনে লিখেছেন, ‘দেখা হবে কলকাতা চলচ্চিত্র উৎসবে...।’ বুঝতে আর বাকি রইল না, কলকাতায় শুরু হওয়া বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশ নিতেই তাঁদের সেখানে যাওয়া।

আরও পড়ুন

জানা গেছে, কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ঈদে মুক্তি পাওয়া ‘লাল শাড়ি’ ছবিটি। সরকারি অনুদানে তৈরি ‘লাল শাড়ি’ ছবিটি প্রযোজনা প্রতিষ্ঠান অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে তৈরি হয়েছে। এদিকে অপু বিশ্বাস তাঁর ফেসবুক পেজে কলকাতার ছবিপ্রেমী ও শুভাকাঙ্ক্ষীদের তাঁর প্রথম প্রযোজিত ছবি ‘লাল শাড়ি’ দেখার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ৩০ জুলাই বেলা সাড়ে তিনটায় কলকাতার নন্দনে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘লাল শাড়ি’ প্রদর্শিত হবে। কলকাতার দর্শকদের দেখার আমন্ত্রণ রইল। পরিচালক জানান, উৎসবের আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় ফিরবেন তাঁরা।

বিমানবন্দরে পরিচালক বন্ধন বিশ্বাসের তোলা সেলফিতে অপু বিশ্বাস
ছবি : ফেসবুক
আরও পড়ুন

মফস্‌সলের একটি তাঁতপল্লিকে ঘিরে সাজানো হয়েছে ‘লাল শাড়ি’র গল্প। ঈদে মুক্তি পাওয়া এই ছবিতে অপু বিশ্বাস ও সাইমনের পর্দার রসায়ন দর্শকেরা বেশ উপভোগ করেছেন বলে জানান পরিচালক।

‘লাল শাড়ি’ সিনেমার একটি গানে অপু বিশ্বাস ও সহশিল্পীরা
ছবি: পরিচালকের সৌজন্যে

ছবিতে অপু বিশ্বাসের চরিত্রের নাম শ্রাবণী, যে এক তাঁতশ্রমিকের মেয়ে। আর সাইমন সাদিকের চরিত্রের নাম রাজু, যাকে দেখা যায় তাঁতশ্রমিক হিসেবে। আমাদের দেশে একসময় তাঁতশিল্প দারুণ সমৃদ্ধ ছিল। সেই শিল্প দিন দিন হারিয়ে যাচ্ছে। সেই বিষয়কে গল্পে উপজীব্য করেই ‘লাল শাড়ি’ ছবির কাহিনি গড়ে উঠেছে। ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন তানভির সিডনি। চিত্রনাট্য করেছেন পরিচালক বন্ধন বিশ্বাস।

আরও পড়ুন