বোনকে সামলান, সামনে পড়লে থাবড়ায়ে দেবনে! কাকে ইঙ্গিত করলেন পরী?

পরীমনিকোলাজ

শেহজাদ খান বীরের জন্মদিনকে ঘিরে শবনম বুবলী আর পরীমনির বাগ্‌যুদ্ধ থামতেই চাইছে না। ২১ মার্চ বীরের জন্মদিনকে ঘিরে একটি আবেগঘন ভিডিও বার্তা দেন বুবলী। সেই বার্তা নিয়েই যত দ্বন্দ্বের সূত্রপাত!
ঢাকাই সিনেমার আরেক আলোচিত অভিনেত্রী পরীমনির রহস্যঘেরা পোস্ট নিয়েই শুরু হয় নতুন বিতর্ক। এরপর আরেকটি রহস্যজনক পোস্ট দেন বুবলীও। এরপর পরীও নতুন করে পোস্ট দেন। কেউ কারও নাম নেননি, তবে ঢাকাই ছবির দুই নায়িকার এই ‘ভার্চ্যুয়াল যুদ্ধ’-এ সরগরম হয়ে ওঠে অন্তর্জাল। কিছুদিন বিরতির পর আবারও বিষয়টি নিয়ে সরগরম বিনোদনজগত।
আজ শুক্রবার চ্যানেল আই অনলাইনের কাছে প্রায় ১০ মিনিটের একটি ভিডিও সাক্ষাৎকার দেন বুবলী। যদিও সবাই ভাবছেন সাক্ষাৎকারটির বেশির ভাগ অংশ পরীমনিকেই উদ্দেশ করে বলা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একটি সাক্ষাৎকারে পরীমনি নিজেকে ‘স্পষ্টবাদী’ দাবি করেছেন। মনে করা হচ্ছে, কারোর নাম উল্লেখ না করলেও সে প্রসঙ্গে এবার প্রত্যুত্তর দিয়েছেন বুবলী৷

ভার্চ্যুয়াল যুদ্ধে লিপ্ত বুবলী আর পরীমনি
কোলাজ

তিনি বলেন, ‘শিল্পীদের মধ্যে কেউ যদি আমার আবেগের জায়গাকে অন্যভাবে আনেন, সেটি আমার জন্য কষ্টের। কেউ যদি কারোর সঙ্গে অসভ্যতা করেন, কাউকে হার্ট করেন, সেটি যদি তাঁর কাছে মনে হয় বা প্রমাণ করতে চান “আমি স্পষ্টবাদী”, তাহলে তো একসময় বড়দেরও অসম্মান করবেন। যে কেউই বড়দেরও কোনো কিছু একসময় হুটহাট বলে ফেলবেন।’ এটাকে বেয়াদবিও আখ্যা দেন বুবলী।

আরও পড়ুন

বুবলীর বক্তব্যের পর আবারও মনে হচ্ছে খেপে উঠেছেন পরী। কারও নাম উল্লেখ না করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন পরী।

আরও পড়ুন
বুবলী-পরীর এই ভার্চ্যুয়াল যুদ্ধে দুভাগে বিভক্ত ভক্তরা। এর মাঝে হাজির হলেন আরেক চিত্রনায়িকা অপু বিশ্বাস
কোলাজ

লিখেছেন, ‘আপনার বড় বোনকে আগে সভ্য হতে বলেন আপা। গালিগালাজ করে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয় কেন বিদেশ বসে? সামনে আসতে বলেন। আগে নিজে এবং নিজের পরিবারের সভ্যতা নিশ্চিত করেন। দল পাকায়েন না এত। আমি তাও তো আপনাকে আপা বলে কথা বলি। আপনি বলি। কারণ, আমি সভ্য তাই। আপনার বোন আর আপনার মতো তুই–তোকারি গালিগালাজ তো করি নাই। সামনে পড়লে এবার থাবড়ায়ে দেবনে তাইলে। বেয়াদবি না করেই এত কথা আপনার আমাকে নিয়ে। এবার এটা করলে কী যায় আসে আর।’ মনে হচ্ছে, এ বার্তাটি আবারও আগুনে ঘি ঢেলেছে বুবলী-পরীর দ্বন্দ্বে।

আরও পড়ুন