জিনসের সঙ্গে শাড়ি, নতুন রূপে ‘হাওয়া’ অভিনেত্রী

শুধু দেশ নয়, বিদেশেও ঝড় তুলেছিল ‘হাওয়া’। বাংলাদেশ থেকে অস্কারের জন্য পাঠানো হয়েছিল ছবিটি। মনোনীত না হলেও সিনেমায় গুলতির ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন নাজিফা তুষি। গত ২৯ জুলাই মুক্তি পাওয়া ছবিটি এখনো আলোচনায়। সেই সময়ের ছবির নাম লেখা শাড়ি পরা ছবি শেয়ার করেছেন নাজিফা তুষি। দেখে নেওয়া যাক সেই ছবিগুলো।

‘হাওয়া’র শাড়ি পরে অভিনেত্রী নাজিফা তুষি
শাড়ির সঙ্গে পরেছেন জিনস প্যান্ট, মাথায় রয়েছে রোদচশমা
ছবিটিতে তাঁর করা গুলতি চরিত্র প্রশংসিত হয়েছিল
এই ছবির সাফল্যের পর থেকে অভিনেত্রী যেখানে যাচ্ছিলেন, সেখানে নাকি তাঁকে সবাই ‘হাওয়া’র নায়িকা হিসেবে সম্বোধন করছেন
গত সপ্তাহে ছবিটি ভারতের বিভিন্ন অঞ্চলে মুক্তি পেয়েছে
‘হাওয়া’–ই প্রথম বাংলাদেশি সিনেমা, যা প্যান ইন্ডিয়ায় মুক্তি পেল
আরও পড়ুন
আরও পড়ুন