জিনসের সঙ্গে শাড়ি, নতুন রূপে ‘হাওয়া’ অভিনেত্রী
শুধু দেশ নয়, বিদেশেও ঝড় তুলেছিল ‘হাওয়া’। বাংলাদেশ থেকে অস্কারের জন্য পাঠানো হয়েছিল ছবিটি। মনোনীত না হলেও সিনেমায় গুলতির ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন নাজিফা তুষি। গত ২৯ জুলাই মুক্তি পাওয়া ছবিটি এখনো আলোচনায়। সেই সময়ের ছবির নাম লেখা শাড়ি পরা ছবি শেয়ার করেছেন নাজিফা তুষি। দেখে নেওয়া যাক সেই ছবিগুলো।