বড় ভাই জয়কে ছোট ভাই বীরের শুভেচ্ছা

সন্তান আব্রাহাম খান জয় ও শেহজাদ খান বীরের সঙ্গে বাবা শাকিব খানকোলাজ

শাকিব খান ও অপু বিশ্বাসের সংসারে আব্রাহাম খান জয় নামে সাত বছর বয়সী একটি সন্তান আছে। আর শাকিব খান ও শবনম বুবলীর সংসারে রয়েছে শেহজাদ খান বীর নামে একটি সন্তান। এই দুই সন্তানকে একসঙ্গে এক ফ্রেমে এখনো দেখা যায়নি। তবে দুই সন্তানকে একই স্কুলে ভর্তি করিয়েছেন শাকিব খান।

আজ ২৭ সেপ্টেম্বর সাত বছর পূর্ণ হলো আব্রাহাম খান জয়ের। চার বছর বয়সী শেহজাদ খান বীর বড় ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে। জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানানোর সেই ফেসবুক রিলস চিত্রনায়িকা মা শবনম বুবলী তাঁর ফেসবুক পেজে শেয়ার করেছেন।

আরও পড়ুন

এর আগে ‘লাল শাড়ি’ ছবির প্রচারে অপু বিশ্বাস বেসরকারি একটি টেলিভিশন অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠানে অপুকে তিন লাইনের একটি করে চিঠি লিখতে বলা হয়। অপু বিশ্বাস সন্তান আব্রাহাম খান জয়ের উদ্দেশে তিন লাইনের চিঠিতে লেখেন- ‘জয়, তুমি বড় হও। তোমার সঙ্গে মায়ের আশীর্বাদ আছে। তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসবে।’ ছোট ভাই বীরের উদ্দেশে লেখা সেই চিঠি নিয়ে তখন আলোচনা হয়।

বড় ছেলে আব্রাহাম খান জয় ও ছোট ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে শাকিব খান
কোলাজ

এবার ‘বড় ভাই’ আব্রাহাম খান জয়কে ভিডিও আকারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ছোট ভাই শেহজাদ খান বীর। জয়ের জন্মদিনে বীরের ফেসবুক থেকে একটি রিল প্রকাশ করা হয়। সেই রিলে বীরকে বলতে শোনা যায়, ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’, হ্যাপি বার্থ ডে টু ইউ। আর এই রিলের ক্যাপশনে ইংরেজি হরফে লেখা, ‘হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া।’  

আরও পড়ুন

নিজের ভেরিফায়েড ফেসবুকে বীরের ভিডিও বার্তাটি শেয়ার করেছেন বুবলী। সঙ্গে পোস্টের ক্যাপশনে জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার ইমোজি। ভিডিওতে দেখা যায়, বীরের পরনে রয়েছে সাদা গেঞ্জি ও কালো ট্রাউজার। একটি রুমে দাঁড়িয়ে বড় ভাই জয়কে ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’ বলে উইশ করছে বীর।

বাবা শাকিব খানের সঙ্গে ছেলে আব্রাহাম খান জয়
ছবি : সংগৃহীত

একজন লিখেছেন, ‘রক্তের ওপর রক্তের টান আছে, কোনো হিংসে নাই আলহামদুলিল্লাহ, দেখে অনেক ভালো লাগল।’ আরেকজন লিখেছেন, জয়–বীর, দোয়া তোমাদের জন্য। আনসার নামের একজন লিখেছেন, ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা জানানো খুবই আনন্দের। অন্য একজন লিখেছেন, ‘এই প্রথম কিছু একটা ভালো লাগল।’

বাবা শাকিব খানের কোলে ছোট সন্তান শেহজাদ খান বীর
ছবি : শাকিব খানের সৌজন্যে