নতুন ৮ ছবিতে জয়া

চলতি বছরটা দারুণ কাটছে জয়া আহসানের। ঢাকা ও কলকাতা মিলিয়ে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। সিনেমা ছাড়াও সামাজিক যোযাযোগমাধ্যমে সরব অভিনেত্রী। নিয়মিতই পোস্ট করেন দিনযাপনের নানা ধরনের ছবি। গত কয়েক দিন পোস্ট করা নতুন আট ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য—

১ / ৮
আজ সকালে কালো পোশাকে নতুন দুটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এক ঘণ্টায় ছবিগুলোতে প্রতিক্রিয়া এসেছে দুই হাজারের বেশি। অভিনেত্রীর ফেসবুক থেকে
২ / ৮
গতকাল তিনি পোস্ট করেছিলেন যোগব্যায়াম করার ছবি, এ পর্যন্ত ১১ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে ছবিগুলোতে। অভিনেত্রীর ফেসবুক থেকে
৩ / ৮
অনেক ভক্ত আবার মন্তব্য করেছেন, এটাই (যোগব্যায়াম) হয়তো তাঁর সতেজ থাকার রহস্য। অভিনেত্রীর ফেসবুক থেকে
৪ / ৮
এর আগে আরেকটি ছবি পোস্ট করে জয়া লিখেছিলেন, ‘তুই কেনে এলি সরোবরে বেহুলা সুন্দরী।’। অভিনেত্রীর ফেসবুক থেকে
৫ / ৮
ঢাকায় জয়া অভিনীত সবশেষ সিনেমা ‘ফেরেশতে’। গত মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। অভিনেত্রীর ফেসবুক থেকে
আরও পড়ুন
৬ / ৮
এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে এসেছে পিপলু আর খানের ‘জয়া ও শারমিন’। এর আগে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। অভিনেত্রীর ফেসবুক থেকে
৭ / ৮
চলতি বছর ঢাকা ও কলকাতা মিলিয়ে ‘জয়া ও শারমিন’, ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ডিয়ার মা’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’—এই ছয় সিনেমায় দেখা গেছে তাঁকে। অভিনেত্রীর ফেসবুক থেকে
৮ / ৮
ছয় সিনেমায় জয়াকে দেখা গেছে ছয় রকমের চরিত্রে। অভিনেত্রীর ফেসুবক থেকে