আমাদের ভুল হয়েছে, শিক্ষা নিলাম: রুবেল

চিত্রনায়ক রুবেল অভিনীত প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘৭১ এর একখণ্ড ইতিহাস’ মুক্তি পেয়েছে ১৬ ডিসেম্বর। এ সিনেমায় বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন রুবেল। এ ছাড়া তিনি শুরু করেছেন ‘কিল হিম’ সিনেমার শুটিং। দীর্ঘ বিরতি দিয়ে বড় পর্দায় ফেরা, তিন যুগের ক্যারিয়ারসহ নানা প্রসঙ্গে কথা বললেন এই অভিনেতা।

চিত্রনায়ক রুবেল

প্রশ্ন :

‘৭১ এর একখণ্ড ইতিহাস’ সিনেমায় দর্শকের সাড়া কেমন?

এটা আমার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ একটি সিনেমা। তিন যুগের ক্যারিয়ারে এবারই প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমায় অভিনয় করলাম। এটা আমার জন্য অসাধারণ অনুভূতি! সিনেমাটিতে দর্শক আমাকে মুক্তিযোদ্ধার চরিত্রে দেখেছেন। মারপিটের ভিড়ে গল্পটি একদমই আলাদা। দেশপ্রেমের গল্পটি যাঁরা দেখেছেন, অনেকেই প্রশংসা করেছেন। বেশ সাড়া পাচ্ছি। অনেকে ফোন করে প্রতিক্রিয়া জানাচ্ছেন।

প্রশ্ন :

আপনার তো অভিনয়জীবন দীর্ঘ। এর আগে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমায় অভিনয় করা হয়নি?

সে রকম সুযোগ আসেনি; কিন্তু ইচ্ছা ছিল। এই সিনেমা নিয়ে পরিচালক মিজানুর রহমান যখন বললেন, ‘ছোট একটি এলাকার মুক্তিযুদ্ধের সত্য চিত্র তুলে ধরব। গল্পটা হৃদয়বিদারক’, তখনই মনে হলো, সারা দেশে ছিটিয়ে থাকা গল্পগুলো জনগণের সামনে নিয়ে আসা দরকার। প্রথমবার সেই সুযোগ পেয়ে আমি সার্থক। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমি। দায়বদ্ধতার জায়গা থেকে মুক্তিযুদ্ধভিত্তিক আরও কিছু সিনেমা করছি।

প্রশ্ন :

সিনেমা নিয়ে তেমন প্রচারণা নেই কেন?

ছবিটার জন্য প্রচারণার দরকার ছিল। হঠাৎ বিজয় দিবসে মুক্তি দেওয়ায় সেই সময় হয়তো প্রযোজনা প্রতিষ্ঠানের হাতে ছিল না। আমাদের ভুল হয়েছে, শিক্ষা নিলাম। সামনে মুক্তি পাবে আমার ‘বীর বাঙালি’ ছবিটি। তখন আর এ ভুল করব না।

চিত্রনায়ক রুবেল
ছবি:সংগৃহীত

প্রশ্ন :

একটা সময় তুমুল আলোচনায় আপনার সিনেমা মুক্তি পেত। সেসব দিনের কথা মনে পড়ে নিশ্চয়ই?

তখন আমরা বৃহস্পতিবার এলেই পত্রিকার দিকে তাকিয়ে থাকতাম। মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে লেখা হতো, বিজ্ঞাপন ছাপা হতো। সিনেমা হলে পা রাখার জায়গা পেতাম না। হলে গেলে দর্শক ঘিরে ধরত। রুবেল মার খেলে দর্শক ভিলেনকে গালি দিয়েছে—সেই জায়গা হারিয়েছি। আবার প্রচারণার সঙ্গে ভালো ছবি বানিয়ে দর্শক ধরতে হবে। আমি তো মনে করি, আমাদের দর্শক আছে। সিনেমা ব্যর্থ হচ্ছে, এখানে দর্শকদের দোষ নেই। দর্শক না থাকলে দুটি ছবি কিন্তু জনপ্রিয় হতো না। এ বছর তো বেশ কয়েকটি ছবি হিট হলো।

রুবেল
ছবি: ফেসবুকে থেকে সংগৃহীত

প্রশ্ন :

ঈদের দুটি সিনেমার পর বেশির ভাগ ছবিই দর্শক টানেনি। এর কারণ কী বলে মনে হয়?

যাঁরা সিনেমার সঙ্গে যুক্ত, তাঁরা হয়তো ভালো ছবি দিতে পারছেন না। ঢালিউড ভালো ছবি দিতে ব্যর্থ। কিন্তু দর্শকের কমতি নেই। আমরা দর্শকের চাহিদামতো উপকরণ দিতে পারছি না। আমাদের গল্প ও চিন্তার জায়গায় সীমাবদ্ধতা রয়েছে; যে কারণে একটি সিনেমা না চললে এখন আর কেউ ঝুঁকি নিয়ে প্রযোজনা করেন না। এখন সিনেমাকে বাঁচাতে সরকারিভাবে এগিয়ে আসতে হবে।

প্রশ্ন :

আপনার মতে সরকার কীভাবে এগিয়ে আসতে পারে?

সরকার অর্থ দিয়ে বছরে ২৪টি সিনেমা বানাবে। পরীক্ষিত নির্মাতারা কাজগুলো করবেন। দর্শক কী ধরনের গল্প চান, সেসব নিয়ে রিসার্চ করতে হবে। টানা দুই বছর সিনেমা বানিয়ে সেগুলো পর্যায়ক্রমে রিলিজ দিলে সিনেমার দিন ফিরবে। এর সঙ্গে ৩০০ থেকে ৪০০ সিনেমা হল লাগবে।

রুবেল
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

চলচ্চিত্র অঙ্গন নিয়ে কোনো আফসোস হয়?

আমি আশাবাদী মানুষ। আমি বদনাম করতে চাই না। ঢালিউড সিনেমাকে ভালোবাসি। একজন ফিল্ম হিরোর জীবনে যা পাওয়ার থাকে, তার সবই ঢালিউড থেকে পেয়েছি। আমার কোনো দুঃখ বা অভিযোগ নেই। এখন ঢালিউড ভালো করছে না। একসময় আবার ভালো করবে।

প্রশ্ন :

এখন ব্যস্ততা কী নিয়ে?

২৫ ডিসেম্বর থেকে ‘কিল হিম’ সিনেমার শুটিং শুরু করেছি। ‘ধ্বংস মানব’, ‘অপরাধ জগৎ’সহ বেশ কিছু সিনেমা হাতে রয়েছে। এসব এবং আমার কারাতের স্কুল নিয়ে ব্যস্ত।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন