সিডনিতে ‘প্রহেলিকা’র ‘মনা’

‘প্রহেলিকা’ সিনেমার দৃশ্যে বুবলী ও মাহফুজ আহমেদ। পরিচালকের সৌজন্যে

৫ আগস্ট সিডনির একটি মাল্টিপ্লেক্সের তিনটি হলে একই সঙ্গে দেখা যাবে ‘প্রহেলিকা’। আর এ উপলক্ষে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন ‘প্রহেলিকা’র ‘মনা’ মাহফুজ আহমেদ।
সিডনিতে এই প্রতিবেদকের সঙ্গে আলাপে মাহফুজ আহমেদ বলেন, ‘সিডনিতে আমি বহুবার এসেছি। আমার স্ত্রী-সন্তান এখানে থাকে, তাই আগেই বলেছি, সিডনি আমার মায়াঘর। কিন্তু এবার একটা ভিন্ন রকম অনুভূতি নিয়ে এসেছি। এবার এসেছি অভিনেতা হিসেবে। এখানকার বাংলাদেশিদের জন্য একটা সিনেমা নিয়ে এসেছি। তাঁরা কেমন উপভোগ করবেন, এটা নিয়ে কোনো নতুন অভিনেতার মতোই চিন্তায় আছি। যদিও বাংলাদেশে দর্শকদের খুশি করতে পেরেছি। এখানকার বাংলাদেশি দর্শকও নাকি সিনেমাটি দেখার জন্য খুব উৎসুক হয়ে আছে। সিডনির ব্ল্যাকটাউনের হোয়েটস সিনেমার তিনটি প্রেক্ষাগৃহে প্রথম দিনই ১০ মিনিট পরপর ‘প্রহেলিকা’র ৩টি শো চলবে। বাংলা সিনেমার জন্য যেটা একটি নতুন রেকর্ড। সিডনির পরের দিনের শোয়ের সব টিকিটও বিক্রি হয়ে গেছে।’

সিনেমার গান শুনেই ‘প্রহেলিকা’ দেখতে আগ্রহী হয়েছেন প্রবাসী বাংলাদেশি ছাত্র নভোনীল রহমান।

প্রহেলিকার উদ্বোধনী প্রদর্শনীতে অংশ নিতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন মাহফুজ আহমেদ। ছবি: ফেসবুক থেকে

তিনি বলেন, ‘“প্রহেলিকা”র “মেঘের নৌকা” ও “বিধুর ভালোবাসা” শোনার পর থেকেই সিনেমাটি দেখার জন্য অপেক্ষায় ছিলাম। আমি পরিবার নিয়ে দেখতে যাচ্ছি।’

আরও পড়ুন

লাকেম্বার অ্যাল্ডি সুপার মার্কেটের ব্যবস্থাপক প্রবাসী বাংলাদেশি বোরহান লিমন খান বলেন, ‘মাহফুজ আহমেদের পরিবার সিডনিতে থাকার কারণে প্রায়ই তিনি অস্ট্রেলিয়ায় থাকেন। সেই সুবাদে ওনার সঙ্গে ব্যক্তিগত পরিচয়। অনেকবার দেখাও হয়েছে। আমি জানি, মাহফুজ আহমেদ মানেই নতুন আঙ্গিকে কিছু দেখতে পাব। প্রিমিয়ার দেখতে যাচ্ছি দলবলে।’

চয়নিকা চৌধুরী নির্মিত ‘প্রহেলিকা’ দিয়ে আট বছর পর বড় পর্দায় ফিরেছেন মাহফুজ আহমেদ। চলচ্চিত্রটিতে প্রথমবারের মতো তাঁর জুটি হয়েছেন বুবলী। আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ সাবিহা জামান প্রমুখ।

রঙ্গন মিউজিক প্রযোজিত সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। অস্ট্রেলিয়ায় প্রহেলিকা পরিবেশন করছে বাংলাদেশি সংগঠন পথ প্রোডাকশন ও দেশি ইভেন্টস।