একা এক সমুদ্রের তীরে বসে থাকলে কী মনে হয় মিমের

ঢাকাই ছবির অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ঘুরতে গেছেন শ্রীলঙ্কায়। সেখান থেকে নিয়মিত ঘোরাঘুরির ছবি পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক মিম সম্পর্কে কিছু তথ্য—

১ / ৯
মিম এবারের শ্রীলঙ্কা সফরে ঘুরে বেড়িয়েছেন সমুদ্র, পাহাড়, জলপ্রপাত থেকে চা–বাগানে। সঙ্গে ছিলেন স্বামী সনি পোদ্দার। অভিনেত্রীর ফেসবুক থেকে
২ / ৯
আজ সকালে সমুদ্রসৈকতের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন মিম। অভিনেত্রীর ফেসবুক থেকে
৩ / ৯
ছবিতে তাঁকে দেখা গেছে হলুদ পোশাকে। তাঁর ছবিগুলো বেশ পছন্দ করেছেন ভক্ত–অনুসারীরা। অনেকেই তাঁকে শুভকামনা জানিয়েছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
৪ / ৯
সমুদ্রসৈকতের ছবি পোস্ট করে মিম লিখেছেন, ‘একাকিত্বে সমুদ্রের তীরে বসে থাকলে মনে হয় সবকিছু সম্ভব, কারণ সমুদ্রের গভীরতাও সীমাহীন।’ অভিনেত্রীর ফেসবুক থেকে
৫ / ৯
মিম অনেক দিন ধরেই বড় পর্দায় নেই। ২০২২ সালে রায়হান রাফীর ‘দামাল’ সিনেমায় সবশেষ পর্দায় দেখা যায় তাঁকে। অভিনেত্রীর ফেসবুক থেকে
৬ / ৯
এরপর তাঁকে কেবল দেখা গেছে ওটিটিতে মুক্তি পাওয়া ‘মিশন হান্টডাউন’–এ। অভিনেত্রীর ফেসবুক থেকে
৭ / ৯
মিম জানিয়েছেন, ‘পরাণ’–এর সাফল্যের পর অনেক ছবির প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু চিত্রনাট্য আর চরিত্র পছন্দ না হওয়ায় সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। অভিনেত্রীর ফেসবুক থেকে
৮ / ৯
নতুন সিনেমা বা সিরিজ না করলেও নিয়মিত বিজ্ঞাপত্রচিত্র আর বিজ্ঞাপনের ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। অভিনেত্রীর ফেসবুক থেকে
আরও পড়ুন
৯ / ৯
মিম অভিনীত একটি সিনেমা আছে মুক্তির অপেক্ষায়। সেটি হলো ‘দিগন্তে ফুলের আগুন’। এতে তাঁকে দেখা যাবে পান্না কায়সারের চরিত্রে। অভিনেত্রীর ফেসবুক থেকে