পরীকে জিজ্ঞাসা করেন, কার রক্তের ছবি ওটি: রাজ

পরীমনি ও শরিফুল রাজ
ছবি: প্রথম আলো

গত শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটে রাজকে নিয়ে পরীমনির একটা স্ট্যাটাস দেওয়ার পর থেকে রাজ-পরী দম্পতির সংসার ভাঙনের সুর স্পষ্ট হয়। এর দুই দিন পর রাজের সঙ্গে সম্পর্ক না রাখার ব্যাপারে ব্যাখ্যা দিয়ে পরীমনি আরও লম্বা একটা স্ট্যাটাস দিয়েছেন তাঁর ফেসবুকে। সেখানে পরীমনি রাজকে ‘প্রাক্তন’ হিসেবে লিখেছেন। কিন্তু আসলেই কি বিচ্ছেদ হয়ে যাচ্ছে? পরী কি রাজকে বিচ্ছেদের চিঠি পাঠিয়েছেন? বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চললেও দুজনের কেউই বিষয়টি খোলাসা করেননি। তবে ঢালিউডের এই তারকা যুগল এখন আর এক বাসায় একসঙ্গে থাকছেন না, সেটা জানা গেছে।

গত শুক্রবার পরী বসুন্ধরার বাসা থেকে বেরিয়ে গেলেও এখন আছেন সেই বাসাতেই। কিন্তু রাজ থাকছেন আলাদা। গত সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজ নিজেই।

পরীমনি আপনাকে ‘প্রাক্তন’ বলছেন, বিচ্ছেদের চিঠি কি দিয়েছেন? জানতে চাইলে রাজ বলেন, ‘পরীমনি সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে সরাসরি আমাকে কিছুই বলেনি, স্ট্যাটাস দিয়ে জাতিকে বলেছে। বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আমি কিছুই জানি না। আমার সঙ্গে এ ব্যাপারে কোনো কথাও হয়নি। বাইরে বাইরে শুনছি, ফেসবুকে দেখছি।’

শরীফুল রাজ ও পরীমনি
কোলাজ

রাজের পক্ষ থেকে বিচ্ছেদের চিন্তা নেই। পরী যদি বিচ্ছেদের চিন্তা করে থাকেন, তাহলে এ ব্যাপারে রাজের কিছুই করার নেই। রাজ বলেন, ‘সংসারে ঝগড়াঝাঁটি, হাতাহাতি হয়। প্রতিটি সংসারে কিছু না কিছু ঝামেলা থাকে, আবার মিটেও যায়। কিন্তু বাড়ির খবর, ঘরের খবর এভাবে দেশবাসীকে জানিয়ে কোনো সমাধান কি হয়? নিজেরাই সমাধান করতে হয়। আমার পক্ষ থেকে বিচ্ছেদের কোনো বিষয় নাই। কিন্তু পরী যদি চায়, তাহলে তো কিছু করার নাই। বিচ্ছেদ হয়ে যাবে আমাদের। তবে সম্পর্ক টিকে থাকার চেষ্টা করব আমি।’

এ ছবিগুলো শেয়ার করেছিলেন পরী

এই পরিস্থিতিতে কীভাবে সংসার জোড়া লাগানোর চেষ্টা করবেন? রাজ বলেন, ‘বিচ্ছেদের চিঠি দিলে নব্বই দিন সময় থাকে। সেই নব্বই দিনের মধ্যে কিছুদিন ধরে চেষ্টা করব ঠিকঠাক করার। যদি একান্তই না হয়, তাহলে যা হওয়ার তা-ই হবে। তবে আমি এখানে একটা কথা বলতে চাই, হয়তো আমাদের দুজনেরই দোষত্রুটি আছে। এক হাতে তো তালি বাজে না। পরী যে রক্ত মাখা বিছানার ছবি দিয়েছে, তাকে জিজ্ঞাসা করেন, কার রক্তের ছবি ওটি।’

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন