রাশিয়ায় প্রশংসিত ‘পেয়ারার সুবাস’, দেশ থেকেই জয়ার অভিনন্দন

গতকাল বুধবার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে বাংলাদেশের সিনেমা ‘পেয়ারার সুবাস’।

গতকাল বুধবার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে বাংলাদেশের সিনেমা ‘পেয়ারার সুবাস’। প্রিমিয়ারের পর পরিচালকের সংবাদ সম্মেলনে সিনেমাটির প্রশংসা করেন বিভিন্ন দেশের চলচ্চিত্র সাংবাদিক ও সমালোচকেরা। সিনেমাটি গুরুত্বপূর্ণ এ উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছে। উৎসবের আমন্ত্রণে অংশ নিয়েছেন পরিচালক নুরুল আলম আতিক ও অভিনয়শিল্পী তারিক আনাম খান। আলফা–আই প্রযোজিত এ সিনেমায় সহপ্রযোজক হিসেবে রয়েছে চরকি।

মস্কো থেকে অভিজ্ঞতা ভাগাভাগি করে তারিক আনাম খান বলেন, ‘প্রিমিয়ার শোয়ের শুরুতেই মঞ্চে আমাদের স্বাগত জানানো হয়। সেখানে সিনেমাটি নিয়ে কথা হয়। তখন বুঝতে পারি, আমাদের সিনেমা নিয়ে উপস্থিত সবার অনেক আগ্রহ। তাদের স্বাগত জানাই। বাংলাদেশে যে নতুন ধারার সিনেমা নির্মাণ শুরু হয়েছে, সেটা তাদের সামনে তুলে ধরি। শো শেষে সেখানকার অভিনেতা ও প্রযোজকেরা দেখা করেছেন, সিনেমাটি নিয়ে কথা বলেছেন। কেউ কেউ বলছিলেন, তাঁরা আমাদের দেশের আরও সিনেমা দেখার ব্যাপারে বেশ আগ্রহী।’

সিনেমার পোস্টারে জয়া আহসান
ছবি: চরকির সৌজন্যে

নুরুল আলম আতিকের অভিজ্ঞতা দারুণ। তাঁর প্রিয় পরিচালক আন্দ্রেই তারকোভস্কির দেশে ‘পেয়ারার সুবাস’ সিনেমাটি নিয়ে যেতে পেরে খুশি। তিনি বলেন, ‘আমার প্রিয় ফিল্মমেকারের দেশেই “পেয়ারার সুবাস” সিনেমার প্রথম প্রদর্শনী হলো। এটা আমার জন্য খুব আনন্দের ব্যাপার। সেই সঙ্গে আমার এই প্রথম কোনো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে আসা। তবে আমি খুবই অবাক হয়েছি সিনেমাটি নিয়ে সবার অনেক কৌতূহল ও অনেক প্রশ্ন শুনে। আজ আরেকটা শো আছে। এখন সেটার অপেক্ষায় আছি।’

আরও পড়ুন

গতকাল মস্কোর স্থানীয় সময়ে বিকেল চারটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা) দেখানো হয় এ সিনেমার প্রথম শো। সিনেমাটির আজ দ্বিতীয় ও শেষ শো বাংলাদেশ সময় রাত ১০টায়। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেত্রী জয়া আহসান। অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান, মাহমুদ আলমসহ অনেকেই।

নুরুল আলম আতিক। ছবি: চরকির সৌজন্যে

ব্যক্তিগত কারণে উৎসবে অংশ নিতে না পারলেও উচ্ছ্বসিত জয়া ফেসবুক পোস্টে আনন্দটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন। তিনি লিখেছেন, ‘গতকাল আমাদের এ ছবির সাংবাদ সম্মেলন ছিল। সেখানে সাংবাদিক ও ফিল্ম সমালোচক মহলে আমাদের ছবি নিয়ে যে উদ্দীপনা আমরা দেখেছি, তাতে আমি সত্যি আপ্লুত। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যে সম্মান দিয়েছে “পেয়ারার সুবাস”কে, আমাদের প্রত্যেককে, তা সত্যিই খুব আন্তরিক হয়ে রইল। সবাইকে ভালোবাসা, অভিনন্দন।’

আরও পড়ুন
তারিক আনাম খান। ছবি: চরকির সৌজন্যে

পরিচালক নুরুল আলম আতিক, অভিনেতা তারিক আনাম খান ছাড়াও উৎসবে অংশ নিয়েছেন সিনেমাটির নির্বাহী প্রযোজক সন্দ্বীপ শ্রীবাস্তব। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই স্টুডিওজের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘এটা আমাদের জন্য এত গর্বের ব্যাপার যে বলে বোঝানো যাবে না। সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। আরও একটি শো আছে সিনেমাটির। এটি বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের জন্য একটি দুর্দান্ত মুহূর্ত।’ আলফা–আই প্রযোজিত এ সিনেমায় সহপ্রযোজক হিসেবে রয়েছে চরকি।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি
ছবি: সাইফুল ইসলাম

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘“পেয়ারার সুবাস” সিনেমার সঙ্গে বাংলাদেশের গুণী নির্মাতা ও গুণী অভিনয়শিল্পীরা যুক্ত আছেন। এটা আমার জন্য অবশ্যই বিশেষ মুহূর্ত যে বাংলা সিনেমা বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবের মূল বিভাগে প্রতিযোগিতা করছে। সিনেমাটির সঙ্গে চরকি যুক্ত হতে পেরে বেশ আনন্দিত। বাংলা ভাষার সিনেমাকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য চরকি সব সময় কাজ করছে।’

আরও পড়ুন