প্রথমবারের মতো পডকাস্টে আলমগীর
পাঁচ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে অনেক দর্শকনন্দিত সিনেমায় অভিনয় করেছেন। তবে ইদানীং আলমগীরকে সেভাবে অভিনয়ে পাওয়া যায় না। তিনি অবশ্য মনে করেন, শিল্পী কোনো দিন অবসর নিতে পারেন না। তাঁরা বিরতি নিতে পারেন।
নতুন খবর হলো, বাংলা চলচ্চিত্রের এই তারকা প্রথমবারের মতো একটি পডকাস্ট শোতে আসছেন। ‘আমি আলমগীর’ নামের এই শোতে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে নানা কথা বলবেন দর্শকদের উদ্দেশে।
আয়োজকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানের শুরুতেই আলমগীর তাঁর সিনেমার পরিচালকদের নিয়ে স্মৃতিচারণা করবেন।
এ প্রসঙ্গে আলমগীর বলেন, ‘আমি আপনাদের আলমগীর হতে পেরেছি আমার সিনেমার পরিচালকদের জন্য। তাদের বলা হয় ক্যাপ্টেন অব দ্য শিপ। তাই প্রথমে আমি ক্যাপ্টেনদের সম্মান জানাতে চাই।’
আজ রোববার রাত আটটায় আইজ অন ফেসবুক পেজ ও আইজ অন স্টুডিও ইউটিউব চ্যানেলে শোটির টিজার উন্মুক্ত হবে বলে জানা গেছে। ৯ ফেব্রুয়ারি রাত ৮টায় প্রচার শুরু হবে তাঁর প্রথম পডকাস্ট ‘আমি আলমগীর’।