‘নির্বাচনের সময় বলেছিলাম খেলা হবে কিন্তু ৯ মাস ধরে মাঝেমধ্যে খেলতে হবে বুঝিনি’

ইমন ও নিপুণ

জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা আপিল বোর্ডের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। এই রায়ের পর সাধারণ সম্পাদকের পদে বসতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন নিপুণ আক্তারের আইনজীবীরা। তাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও নিপুণকে বরণ করে নেন। এ উপলক্ষে বিকেলে এফডিসিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিকেলে এফডিসিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়

সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। এ সময় তিনি বলেন, ‘৯ মাস ধরে একটা যুদ্ধ হচ্ছিল, তাতে আমরা জয়লাভ করেছি। এই ৯ মাস আমরা যতটা কাজ করতে পারতাম, ততটা কাজ করতে পারিনি। আমাদের কাজগুলো বাধাগ্রস্ত হয়েছে। আগামী দিনে বাকি যে সময় আছে, সে সময় শিল্পী সমিতি সবাইকে নিয়ে আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাব।’

এত দিন একাই শিল্পী সমিতির দায়িত্ব পালন করেছেন ইলিয়াস কাঞ্চন। এ প্রসঙ্গে ক্রীড়া সম্পাদক মামনুন ইমন বলেন, ‘দীর্ঘ ৯ মাস এক পায়ে চলেছেন কাঞ্চন ভাই। আজ থেকে আমরা দুই পায়ে হাঁটা শুরু করব।’ এ সময় তিনি আরও বলেন, ‘নির্বাচনের সময় বলেছিলাম খেলা হবে কিন্তু ৯ মাস ধরে মাঝেমধ্যে খেলতে হবে বুঝিনি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, শিল্পী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিকসহ অনেকে। সংবাদ সম্মেলন শেষে নিপুণ আক্তারের সমর্থকেরা ব্যান্ড পার্টি এবং ঘোড়ার গাড়িতে চড়ে আনন্দ–উল্লাসে মেতে ওঠেন। এরপর সমর্থক ও শিল্পীরা এফডিসি প্রদক্ষিণ করেন।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন